ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ঈশ্বরদীতে এমপি’র এপিএসের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও লুটের অভিযোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
৮ আগস্ট ২০২২, সোমবার
mzamin

পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) এমপি নুরুজ্জামান বিশ্বাসের ব্যক্তিগত সহকারী (এপিএস) রাজন মালিথার বিরুদ্ধে একটি দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিরিন আক্তার। রাজন মালিথা এমপি নুরুজ্জামান বিশ্বাসের আপন শ্যালক। তিনি পৌর শহরের স্কুলপাড়া এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, শহরের স্টেশন রোডের ফকিরের বটতলা এলাকায় কারুপল্লী পিঠাঘর নামের একটি দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন শিরিন আক্তার। রেলওয়ের জায়গা লিজ নিয়ে ২৬ বছর ধরে তিনি এ ব্যবসা করছেন। গত শুক্রবার দোকান বন্ধ অবস্থায় তার দোকানে পূর্ব শত্রুতার জের ধরে রাজন মালিথার নির্দেশে ১০-১৫ জন যুবক তালা ভেঙে ফ্রিজ, ওভেন, গ্যাসের চুলা, গ্যাসের সিলিন্ডার, চেয়ার, শোকেস, ফাস্টফুডের ক্রোকারিজ মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ শিরিন আক্তারের। এ বিষয়ে মালামাল লুট করার কথা অস্বীকার করে রাজন মালিথা বলেন, ‘তার শাশুড়ি ফেরদৌসী খাতুনের জমির সামনে রেলওয়ের ওই জায়গা শিরিন আক্তার দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন। জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।’ তাছাড়া আইনত রেলওয়ের ওই জায়গা তার শাশুড়ির বলে দাবি রাজনের। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ বিষয়ে বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বে সৃষ্ট এ ঘটনাটি দুই পরিবারের মধ্যে সমঝোতার মাধ্যমে নিরসন করার উদ্যোগ নেয়া হয়েছে।’ শিরিন আক্তারের লিখিত অভিযোগ সম্পর্কে ওসি বলেন, ‘অভিযোগটি এখনো নথিভুক্ত করা হয়নি।’

বিজ্ঞাপন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status