ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

অষ্টগ্রাম হাসপাতালে রোগীর বিছানায় কুকুর

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৮ আগস্ট ২০২২, সোমবার
mzamin

অষ্টগ্রামে হাসপাতালে প্রায় প্রতিদিনই চোখে পড়ে হাসপাতালের বেডে কুকুর ঘুমানোর দৃশ্য। সম্প্রতি এমন একটি দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। এনিয়ে তোলপাড় চলছে এলাকায়। কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রায় প্রতিদিনের দৃশ্য এটি। ছবিতে দেখা যায়, মহিলা ওয়ার্ডের ১৭ নম্বর বেডে রোগীর বিছানায় রাস্তার একটি বেওয়ারিশ কুকুর আরামে ঘুমিয়ে আছে। হাসপাতালের স্টাফ ও রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ দৃশ্য আজ নতুন নয়। ২০১৩ সালে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। ১৮ জন ডাক্তারের মধ্যে কর্মরত রয়েছেন ১৪ জন। তারপরও সেবার মান বাড়েনি মোটেও। সামান্য অজুহাতে রোগীদের রেফার করায় তাদের চিকিৎসা নিতে হচ্ছে ২৫০ শয্যার কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে।

বিজ্ঞাপন
এতে রোগীরা নানা বিড়ম্বনার শিকার হচ্ছে। এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উমর খসরু জানান, লোকবল সংকটের কারণে নিরাপত্তা দেয়া সম্ভব হচ্ছে না। ৪র্থ শ্রেণির পদ ১৯টি, কর্মরত ২ জন। ৩ জন ডেপুটেশন বিভিন্ন উপজেলায় কর্মরত। এ ছাড়া আমার কিছুই করার নেই। কারণ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বার বার চিঠি প্রেরণ করেও কোনো ব্যবস্থা হচ্ছে না।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status