ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রংপুরে গৃহবধূকে অপহরণ মামলায় যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৮ আগস্ট ২০২২, সোমবার

রংপুরে গৃহবধূকে অপহরণ মামলায় মাজহারুল ইসলাম জুয়েল নামে এক অপহরণকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। গতকাল দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। জুয়েল পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। 
আদালত সূত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার সুলতানপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা বেগমকে তার চাচাতো বোনের স্বামী মাজহারুল ইসলাম জুয়েল গত ২০০১ সালের ৭ই অক্টোবর ফুসলিয়ে অপহরণ করে। খবর পেয়ে মজনু মিয়া বাড়ির আশপাশের লোকজন জুয়েলকে বড়দরগা এলাকা থেকে তাকে আটক করে। এরপর স্থানীয় চৌকিদারের সহযোগিতায় জুয়েলকে মিঠাপুকুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মজনু মিয়া বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। 
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত জুয়েলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি জুয়েল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করার আদেশ দেয় আদালত। এ ঘটনায় অপহৃত গৃহবধূ সেলিনা বেগমকে উদ্ধার করতে পারেনি পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খন্দকার রফিক হাসনাইন বলেন, আদালতের এ রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

 

 

বিজ্ঞাপন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status