ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রংপুরে মাঝিপাড়ায় তাণ্ডবের মামলায় প্রধান আসামিসহ ৫১ জন কারাগারে

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৮ আগস্ট ২০২২, সোমবার

রংপুরের পীরগঞ্জ উপজেলার মাঝিপাড়ায় সংখ্যালঘুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাটের মামলায় দীর্ঘ ৯ মাস পর প্রধান আসামি শহিদ ওরফে শহিদুজ্জামান মণ্ডলসহ ৫১ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছে। অতঃপর বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গতকাল দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক এসএম শফিকুল ইসলামের আদালতে তারা জামিন আবেদন করেন।
আলোচিত এ ঘটনায় ২০২১ সালের ১৮ই অক্টোবর পীরগঞ্জ থানার এস আই ইসমাইল হোসেন বাদী হয়ে ১৪৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহবুব হোসেন সকল আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার প্রধান আসামি শহিদসহ শতাধিক আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গতকাল দুপুরে তারা আদালতে আত্মসর্মপণের জন্য আবেদন জানান। শুনানি শেষে বিজ্ঞ বিচারক সকল আসামি জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আবু সাঈদ জানান, আসামিরা সহায় সম্বলহীন ও তারা শ্রমজীবী। পুলিশ অন্যায়ভাবে মামলায় তাদের আসামি করেছে। এতে মানবেতর জীবন-যাপন করছে তাদের পরিবার। 
উল্লেখ্য, ফেসবুকে ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ২০২১ সালের ১৭ই অক্টোবর পীরগঞ্জের বড় করিমপুর কসবা মাঝিপাড়া ও দক্ষিণ মাঝিপাড়ার সংখ্যালঘুদের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে অন্তত ৩০টি ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।

বিজ্ঞাপন
এ ঘটনায় আইসিটি আইনে ৩টি ও মাঝিপাড়ায় তাণ্ডবের ঘটনায় একটিসহ মোট ৪টি মামলা দায়ের করে পুলিশ। ঘটনার পর জড়িত থাকার সন্দেহে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status