ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

আহ্বায়ক মাসুদ খান সদস্যসচিব অপু রায়হান

গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৮ আগস্ট ২০২২, সোমবার

গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আলহাজ মো. মাসুদ খানকে আহ্বায়ক ও মো. অপু রায়হানকে সদস্যসচিব করে ওই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরু বুধবার আলহাজ মো. মাসুদ খানকে আহ্বায়ক, মো. অপু রায়হানকে সদস্যসচিব, ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ২২ জনকে যুগ্ম সদস্যসচিব ও ৩৩ জনকে সদস্য করে ৬৮ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দিয়েছেন। 
গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির ১১ জন যুগ্ম আহ্বায়ক হলেনÑ নাহিদা খানম, আব্দুর রউফ, শেখ মো. জুনেদ জামান, সাইফুল আলম রাসেল, মোহাম্মদ জাবেদ খান, আব্দুল মুয়িজ খান, সৈয়দ নাসির আলী, শহীদুল ইসলাম সরকার, সাইফুল আলম রামেল, প্রভাষক আব্দুল আজিজ ও সাব্বির হাসান খান। ২২ জন যুগ্ম সদস্যসচিব হলেনÑ ফয়েজ আহমদ, জোবায়ের আহমদ শুভ, রেজাউল করিম, মো. জাকির হোসেন জাকার, আলহাজ অধ্যাপক মো. আব্দুল হাই, প্রভাষক মো. সুমন আহমদ, মো. সুমন আহমদ, মোহাম্মদ আলী, মো. শামিম আহমদ, মীর মহিউদ্দিন জাহাঙ্গীর, হারুনুর রশিদ, মো. নুরুল ইসলাম, মো. জাকির হোসেন, মোহাম্মদ ফয়ছল আহমদ, সুন্দর মিয়া, মো. আজাদ মিয়া, আতাউর রহমান, বদরুল ইসলাম, সাইফুর রহমান রেজা, মো. জাহেদুল হক, ইয়ারুন নেছা ও বদরুল ইসলাম। ৩৩ জন সদস্য হলেনÑ শেখ মো. আব্দুল সামাদ সুমন, হেলাল আহমদ, পারভেজ আহমদ, রোমান আহমদ, তারেক আহমদ, সেলিম আহমদ, জুনেদ আহমদ, আজিজুল ইসলাম, হাফিজ আলী, আসাদ মিয়া, আব্দুল মালিক, আনোয়ার হোসেন, মো. আ. হান্নান আনসারী, মো. আলেক মিয়া, আবদুস সামাদ, মদরিছ আলী, কামরুল ইসলাম, ছালাউদ্দিন, আব্দুস শুকুর, মো. রুহুল আলম রনি, শেখ মো. জয়নাল মিয়া, মো. শাহীন আলম, রফিকুল ইসলাম, মো. আতিকুর রহমান, রফিকুর রহমান, মো. হৃদয় চৌধুরী, এনামুল হক সিপন, আবু শহিদ, আবুল মিয়া, সাইদুল ইসলাম, সাইফুর রহমান রেজা, শাহিন মিয়া ও মো. জাহেদুল হক চৌধুরী। মৌলভীবাজার জেলায় পরিষদের কার্যক্রম পরিচালনা ও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের সুবিধার্থে এ কমিটিকে আংশিক আহ্বায়ক কমিটি হিসেবে আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয় বলে গতকাল বিকালে প্রেরিত দলীয় প্রেস বার্তায় গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানানো হয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status