ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

নজর কাড়লেন চঞ্চল

স্টাফ রিপোর্টার
৮ আগস্ট ২০২২, সোমবার
mzamin

চঞ্চল চৌধুরী মানেই ভিন্ন কিছু। হোক সেটা সিনেমা কিংবা সিরিজ। এই গুণী অভিনেতা বার বার নিজেকে ব্যতিক্রমভাবে উপস্থাপন করে থাকেন। ‘হাওয়া’ সিনেমার রেশ কাটতে না কাটতেই চঞ্চল এবার হাজির ভিন্ন গেটআপে। নৌকার মাঝি থেকে এবার তিনি কারাগারে। যেখানে তিনি অবস্থান করছেন আড়াইশ’ বছর ধরে! ভাবা যায়? আরও অভাবনীয় তথ্য এই মানুষটাই নাকি মীরজাফরের খুনি! যার রেশ মিললো ‘কারাগার’ সিরিজের ট্রেলার থেকে। সিরিজটি হইচই-এর জন্য বানিয়েছেন ‘তাকদীর’ খ্যাত আহমেদ শাওকী। বলা হয়, বাংলাদেশের প্রথম আলোচিত ওয়েব সিরিজ এটি। যাতে চঞ্চল চৌধুরীকে পাওয়া গেছে লাশবাহী গাড়ির চালক চরিত্রে। চঞ্চল চৌধুরী জানান, ‘কারাগার’ সিরিজটি উন্মুক্ত হচ্ছে ১৯শে আগস্ট।

বিজ্ঞাপন
এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, এফ এস নাঈম, পার্থ শেখ প্রমুখ। এতে দেখা যাবে, একটি কারাগারের সেল নম্বর ১৪৫। যা গত ৫০ বছর ধরে বন্ধ। আর সেই বন্ধ সেলের ভেতরেই আড়াইশ’ বছর ধরে টিকে আছে একজন কয়েদি। কিন্তু সেটা কেমন করে সম্ভব? এমন প্রশ্নের জবাব অথবা রহস্য মিলবে ‘কারাগার’ থেকে। চঞ্চল চৌধুরী বলেন, কারাগার সিরিজটি আমার অন্য কাজগুলো থেকে বেশ আলাদা। সিরিজটি বেশ ইন্টারেস্টিং, আর ক্যারেক্টারটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। এ ধরনের ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য সবকিছু নিখুঁত হতে হয়। আমি এই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি।

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status