ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

চুরি থেকে দৃষ্টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছেন ইমরান খান: পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৭ আগস্ট ২০২২, রবিবার, ৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৯ পূর্বাহ্ন

mzamin

পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দল পাওয়ার শো-এর মাধ্যমে ইমরান খানের চুরির বিষয় থেকে দৃষ্টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছেন তিনি। এ অভিযোগ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি আরও বলেছেন, জাতীয় পরিষদের ৯টি আসনে উপনির্বাচন আসন্ন। এর প্রতিটিতেই পরাজিত হবেন ইমরান খান। জাতীয় পরিষদের এসব আসন থেকে পিটিআইয়ের এমপিরা পদত্যাগ করেছেন। তাদের সেই পদত্যাগ গ্রহণ করেছেন স্পিকার। ওই আসনগুলোতে উপনির্বাচন হবে। এছাড়া দেশজুড়ে পিটিআইয়ের একের পর এক জনসমাবেশকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক ভাওতাবাজি হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে বড় রকমের শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে পিটিআই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পিটিআইকে এই সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন
তিনি পিটিআইয়ের এই সমাবেশকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বা ভাওতাবাজি হিসেবে আখ্যায়িত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ হুঁশিয়ারি দেন। বলেন, পিটিআইয়ের বিরুদ্ধে বিদেশি অর্থের তহবিল সংগ্রহের বিষয়ে তদন্তে যারা সহযোগিতা করবে না, তিনি যে-ই হোন না কেন, তাকে গ্রেপ্তার করা হবে। এ সময় তিনি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে বলেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সুপ্রিমো, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আগামী জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরবেন। 

ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তাকে পিটিআই নেতৃত্বের বিরুদ্ধে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পিটিআইয়ের সময়কার তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। রানা সানাউল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোহসার পুলিশ স্টেশনের একজন এসএইচও’র চেয়ে বেশি কিছু নয় আপনার মূল্য। তিনি আরও বলেন, পাকিস্তানের কোনো একটি প্রদেশেও পিএমএলএনের সরকার নেই।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status