ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই মারা গেলেন তাইওয়ানের মিসাইল প্রকল্পের প্রধান

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৭ আগস্ট ২০২২, রবিবার, ২:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০০ পূর্বাহ্ন

mzamin

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে চীনের সঙ্গে তুমুল উত্তেজনা চলছে তাইওয়ানের। এরইমধ্যে হঠাৎ মারা গেলেন তাইওয়ানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের প্রধান ইয়াং লি শিং। তাইওয়ানকে ঘিরে চীনের মহড়ার দিকেই নজর ছিল গোটা বিশ্বের। তবে এরমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন শীর্ষ কর্মকর্তার মৃত্যুতে দেশটিতে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও দুটো ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন তিনি। এ সময় দক্ষিণ তাইওয়ানের একটি হোটেলে ছিলেন লি শিং। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৫৭ বছরের এই বিজ্ঞানীর মৃত্যু ঘিরে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তাইওয়ান সরকারের প্রাথমিক তদন্ত বলছে, হোটেলের রুমে প্রাথমিকভাবে কাউকে ঢুকতে দেখা যায়নি। জানা গেছে, ওই ইয়াং লি শিংয়ের দেহে ইতিমধ্যেই একটি স্টেন্ট বসানো ছিল। এছাড়াও তার আগে থেকেই হার্টের সমস্যা ছিল বলে জানিয়েছে তার পরিবার।

তাইওয়ানের বিভিন্ন মিসাইল প্রজেক্ট ছিল ওই ইয়াং লি শিংয়ের আওতায়।

বিজ্ঞাপন
দশকের পর দশক ধরে চীনের চোখ রাঙানির মধ্যে রয়েছে তাইওয়ান। যে কোনো সময় চীন তাদেরকে দখলে নিতে পারে এমন আশঙ্কা থেকে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে দ্বীপটি। এ জন্য বিদেশ থেকে অস্ত্র আমদানির পাশাপাশি নিজেদের মিসাইল সিস্টেমকেও আধুনিক করার চেষ্টা করছে তারা। গত ২ বছরে যা মিসাইল তৈরি হয়েছে, সেই ক্ষমতা দ্বিগুন করার চেষ্টা করছে তাইওয়ান। এরকমই একটি প্রজেক্ট ছিল লি শিং-এর অধীনে। তার হঠাৎ মৃত্যুতে তাইওয়ানকে কিছুটা ধাক্কা খেতেই হচ্ছে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status