দেশ বিদেশ
রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনার সরকার রাজনীতি করেছে: ফারুক
স্টাফ রিপোর্টার
১৫ মার্চ ২০২৫, শনিবার
রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ড. মুহাম্মদ ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আপনি কক্সবাজার গিয়েছেন। জাতিসংঘের মহাসচিবকে আপনি বলে দেবেন শেখ হাসিনা এই রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছেন। মন খুলে জাতিসংঘের মহাসচিবকে সবকিছু বলে দেন। তিনি বলেন, আজো কেন ছিনতাই হয়? আজো কেন সচিবালয়ে আগুন লাগে? আজো কেন আছিয়া ধর্ষিত হয়? প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব খোঁজ নিয়ে দেখুন এরা কারা? যাদের কাছে অবৈধ টাকা আছে, যারা এখনো অর্থ দিয়ে এসব অঘটন করাচ্ছে। এদের বিরুদ্ধে আপনাকে (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) লড়াই করতে হবে। এই লড়াইয়ে আপনি টিকবেন, এই লড়াইয়ে আপনার সঙ্গে আমরা আছি। ফারুক বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। আপনি ১৮টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন-দৌলত-ডলার-রুবল সব নিয়ে গেছেন। আপনার চামচারা, আপনার নির্যাতনকারী মন্ত্রীরা বাংলাদেশের সকল সম্পদ লুট করে নিয়ে গেছে। বিদেশের মাটিতে আজকে আপনারা ফাইভ স্টারে থাকেন, বিদেশের মাটিতে ফ্ল্যাট ভাড়া করে থাকেন। ভিক্ষা করে তো খান না, কারও বাসায় তো থাকেন না। তাই আপনাদের বলতে চাই, ১৮ কোটি মানুষের থেকে বিদায় নিয়েছেন, ওখানেই (ভারত) থাকেন। যদি কোনো দিন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতে পারে, ইনশাআল্লাহ আপনাদের ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে।
আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় সমাবেশে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল, শাহ মো. নেছারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।