ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

দুই মাসে ৮৩৭৭ কোটি টাকা আয় বার্সেলোনার, কিন্তু...

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২২, রবিবার
mzamin

 এবারের দলবদলে বার্সেলোনা দলে ভিড়িয়েছে দশ খেলোয়াড়। বার্সা প্রায় ১৪৪৫ কোটি টাকা খরচ করে কিনেছে রাফিনহা, জুলস কুন্দে, রবার্ট লেভানদোভস্কিদের মতো খেলোয়াড়কে। অথচ আর্থিক নিয়মের বেড়াজালে পড়ে ক্লাবের দীর্ঘ দিনের সারথী লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। এটি মাত্রই একবছর আগের কথা। হঠাৎ বার্সেলোনার এত টাকা আসছে কোত্থেকে? এমন একটা প্রশ্ন উঠছে গত ক’দিনে । তার জবাব না দিলেও ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা জানালেন, শেষ দুই মাসে বেশ আয় বেড়েছে ক্লাবটির। সব মিলিয়ে গত জুন-জুলাইয়ে বার্সা আয় করেছে প্রায় ৮৩৭৭ কোটি টাকা। যার ফলে গ্রীষ্মকালীন দলবদলে কেনা খেলোয়াড়দের নিবন্ধন, আর লা লিগার নিয়মও পূরণ করতে পারবে দলটি। শেষ কিছু দিনে স্টুডিও, মার্চেন্ডাইজিং, টিভি স্বত্ব, ন্যু ক্যাম্প আর জার্সি স্পনসরশিপ বিক্রি করে বড় অঙ্কের অর্থ আয় করেছে বার্সেলোনা। তবে এরপরও শোনা যাচ্ছে, বার্সেলোনা নতুন খেলোয়াড়দের নিবন্ধন করতে পারবে না।

বিজ্ঞাপন
কারণ, স্পেনের লিগের নিয়ম মেনে আয়ের বিপরীতে ব্যয়ের সীমাটা এখনো বাড়েনি ক্লাবটির। এ বিষয়ে লাপোর্তা বলেন, ‘আমরা সব ধরনের নিয়ম মেনে নতুন খেলোয়াড়দের নিবন্ধনের জন্য কঠোর পরিশ্রম করেছি। আর যদি আমাদের আরও বেশি কিছুও করতে হয়, তাহলে আমরা তাও করবো। আমরা কেবল অপেক্ষা করছি। এখন সিদ্ধান্তটা লা লিগা নেবে।’ লাপোর্তা বলেন, ‘এটা এমন এক কাজ, যেটা আমরা আগে থেকেই পরিকল্পনা করছিলাম। আর যদি এটা কাজে দেয়, তাহলে নিবন্ধনগুলো করা সম্ভব হবে, যদিও অনেকে অনেকভাবে দেখছেন বিষয়টা। শেষ দুই মাসে বার্সেলোনা ৮৬.৮ কোটি ইউরো (৮৩৭৭ কোটি টাকা) আয় করেছে। আমাদের ফান্ডে সমস্যা নেই, আমাদের একটা স্বাস্থ্যকর ব্যালেন্স শিট আছে, আয়ের বিবৃতিও। আমরা এই মৌসুমে লাভ করেছি বেশ। আমরা যা প্রয়োজন ছিল করেছি, আমরা আত্মবিশ্বাসী যে আমরা নতুন খেলোয়াড়দের দলে ভেড়াতে পারবো।’ সংকটের মধ্যেও দলবদলের বাজারে বার্সেলোনার অর্থের ঝনঝনানি দেখেছে সবাই। রবার্ট লেভানদোভস্কি, জুলস কুন্দে, রাফিনহা, আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন, ফ্রাঙ্ক কেসিদের মতো খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা। তবে তাদের লা লিগায় নিবন্ধন করতে গিয়ে বিপাকে ক্লাবটি। লা লিগা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বেতন-ভাতার অঙ্ক কমিয়ে আনতে না পারলে নতুন খেলোয়াড় নিবন্ধনের অনুমতি দেবে না। বেতনের অঙ্ক কমানোর লক্ষ্যে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিলেও এখনো লা লিগার নির্ধারিত বেতন কাঠামোর শর্ত পূরণ করতে পারছে না ক্লাবটি। ২০২১ সালে প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরোর দেনার কথা জানিয়েছিল বার্সেলোনা। সমপ্রতি টিভি স্বত্ব এবং ক্লাব স্টুডিওর ২৫ শতাংশ বিক্রি করেছে তারা। তবে এই নিবন্ধন সমস্যায় এখন নতুন সংকট চোখ রাঙানি দিচ্ছে তাদের। নতুন খেলোয়াড়দের নিবন্ধন করতে হলে বার্সেলোনাকে আরও অর্থ জোগাতে হবে। সেজন্য ক্লাবের স্টুডিওর ৪৯ শতাংশ বিক্রি, আরও বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া এবং ক্লাবে থাকা খেলোয়াড়দের বেতন কমিয়ে দিতে হবে বলে জানাচ্ছে ব্রিটিশ দৈনিক দ্য অ্যাথলেটিক। আবার চেলসির দুই ডিফেন্ডার মার্কোস আলোনসো এবং সেজার আজপিলিকুয়েতাকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তারা। এছাড়া ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভার দিকেও নজর রয়েছে তাদের।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status