বাংলারজমিন
সাতকানিয়ায় কিশোরের লাশ উদ্ধার
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৭ আগস্ট ২০২২, রবিবারচট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বেলাল (১৩) নামে এক কিশোরের অঙ্গ বিচ্ছিন্ন ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুরানগড় ইউনিয়নের ফজল কবিরের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বেলাল উপজেলার পুরানগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুন্সী মিঞার ছেলে। এই ঘটনায় ৬ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা হয়েছে। নিহত বেলালের পিতা মুন্সী মিঞা বলেন, আমার সঙ্গে এলাকার মো. হাসানের পূর্ব বিরোধ ছিল। আমার ছেলে বেলাল হাসানের সঙ্গে কৃষি কাজ করতো। গত ১৭ই জুলাই রাত ১১টার দিকে আমার ছেলেকে খুঁজে না পেলে অস্থিরতা কাজ করে আমাদের মাঝে। পরের দিন সকালে আমার ছেলের বন্ধু মো. রিয়াদ জানায় যে, ইউনিয়নের মো. হাসান (৩৬), মো. তাহেদ (২৬), মো. মঞ্জুর (৩৮), মো. আবছার (২৮), মো. সাকিব (২৫), মো. মানিক (২৫)সহ কয়েকজন মিলে ১৭ই জুলাই পুরানগড় প্রস্তাবিত সাঙ্গু কলেজের মাঠে আড়াষ্যা (লম্বা পানি) নামক স্থানে লুডু খেলার সময় আমার ছেলে মো. বেলালকে মারধর করে এবং হত্যা করে পুঁতে ফেলে। গত শুক্রবার আবু তাহের পাহাড়ে খুঁটি কাটতে গেলে কিছু হাড় ও মাথার খুলি দেখতে পায় বলে আমাকে জানান। তাৎক্ষণিক আমি স্থানীয় ইউপি সদস্য ও লোকজন নিয়ে ফজল কবিরের গাছ বাগানের টিলার মধ্যখানে একটি জায়গায় মাটি খুঁড়া অবস্থায় কবর দেখি এবং আশপাশে কিছু হাড় ও একটি মাথার খুলি দেখি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, পুরানগড় ইউনিয়ন থেকে মাথার খুলি ও হাত বিচ্ছিন্ন একটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। যেহেতু লাশের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না সেহেতু ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে মুন্সী মিয়া নামক এক ব্যক্তি তার সন্তান দাবি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার ভিত্তিতে আবছার নামে একজনকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আশা করি পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।