বাংলারজমিন
চবি‘র অধ্যাপক সিরাজ উদ দৌলাকে বেরোবি’র সিন্ডিকেট সদস্য মনোনয়ন
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৭ আগস্ট ২০২২, রবিবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ-দৌল্লাহকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে। গত মঙ্গলবার (২রা আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক এই মনোনয়ন দেয়া হয়। চিঠিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ এর ২১ (১) (ঝ) ও ২১ (২) অনুসারে দুইজন বিশিষ্ট শিক্ষাবিদকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেয়া হলো। জানা যায়, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত অপর সিন্ডিকেট সদস্য হলেন ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান।