খেলা
জিম্বাবুয়ে সফর শেষ লিটনের
স্পোর্টস ডেস্ক
(৬ দিন আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪২ অপরাহ্ন

৬ষ্ঠ ওডিআই সেঞ্চুরির প্রহর গুনছিলেন লিটন দাস। ১৯ রানের দূরত্বে ছিলেন। তবে ছোঁয়া হয়নি থ্রি ম্যাজিক্যাল ডিজিট। চোটে পড়ে ৮১ রানেই থামতে হয়েছে লিটনকে। এরপর আর মাঠে নামেননি তিনি। শুধু প্রথম ওয়ানডে নয় টাইগার ওপেনার ছিটকে গেছেন গোটা সিরিজ থেকে।
শুক্রবার হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। ওপেনার লিটন ৮৯ বলে ৮১ রান করার পর সিঙ্গেল নিতে গিয়ে চোটে পড়েন। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি এতোটাই গুরুতর ছিল যে উঠে দাঁড়াতে পারেননি লিটন। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচশেষে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমি যতদূর শুনেছি, গোটা সফরেই সম্ভবত আর লিটনকে পাওয়া যাবে না। সিরিজ শেষ হয়ে গেছে তার।’
বিসিবির ভিডিও বার্তায় দলের সঙ্গে থাকা ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘ম্যাচ চলার সময় আমরা লিটনকে স্ক্যান করতে পাঠাই।
চোট সারিয়ে উঠতে এক মাসের মতো সময় লাগায় এশিয়া কাপেও লিটনের উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে। আগামী ২৭শে আগস্ট থেকে শুরু হবে এবারের আসর। তার আগে আগামী ৮ই আগস্টের মধ্যে দল ঘোষণা করতে হবে বাংলাদেশকে।
এদিকে সেই ম্যাচে চোট পান মুশফিকুর রহীম ও শরিফুল ইসলামও। চোটের কারণে ফিল্ডিংয়ে নামেননি মুশফিক। শরিফুল একবার স্ট্রেচারে করে উঠে গিয়ে ফিরে আসলেও আবার মাঠ ছেড়ে যান। তবে এই দুই ক্রিকেটারের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ব্যাটিংয়ের সময় বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগে মুশফিক ভাইয়ের। তবে এটা বড় ধরনের কিছু মনে হচ্ছে না। আশা করি, পরের ম্যাচে তাকে আমরা পাচ্ছি। শরিফুলের তাৎক্ষনিক আঘাত থাকার কারণে কিছুটা অবশ বোধ করছিল। আশা করি কালকের মধ্যে ভালো কোনো খবর দিতে পারব।’