প্রথম পাতা
তাৎপর্যপূর্ণ সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আজ
কূটনৈতিক রিপোর্টার
৬ আগস্ট ২০২২, শনিবার
চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় আসছেন আজ। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ঢাকায় পা রাখছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। আজ শনিবার সকালে ওয়াং ই ঢাকায় পৌঁছবেন এবং আগামীকাল রোববার তিনি মঙ্গোলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ৬ থেকে ৮ই অগাস্ট দেশ দু’টি সফর করবেন। অন্যদিকে ওয়াং ই’র আমন্ত্রণে দক্ষিণ কোরিয়া ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী ৮ থেকে ১০ই আগস্ট চীন সফর করবেন। ওয়াং ই-এর সফর প্রসঙ্গে বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর এবং বিস্তৃত। সে জায়গা থেকে আসন্ন সফরে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে। এরমধ্যে নবায়ন, নতুন সহযোগিতা, বিশেষ করে দুর্যোগ ও অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক চুক্তি হওয়ার কথা রয়েছে।