বাংলারজমিন
বাগেরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগ করে জরিমানা গুনলেন বাদী
বাগেরহাট প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবারবাগেরহাটে ধর্ষণচেষ্টার ঘটনায় বাদীকে ১০ টাকা জরিমানা ধার্য করেছে স্থানীয় সমাজপতিরা। বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের হালিশহর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সীমা বিশ্বাস বাদী হয়ে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত ১৯শে জুলাই রাতে সীমা বিশ্বাসের স্বামী বাড়িতে না থাকায় নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলেন। এ সময় একই গ্রামের মৃত অমূল্য বালার ছেলে সাধন বালা (২৫) দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। একপর্যায়ে সাধন বালা জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ঘটনার সময় সীমা বিশ্বাসের স্বামী সজীব হালদার বাড়িতে প্রবেশ করে স্ত্রীকে উদ্ধার করে। ওই সময় দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আসামি সাধন বালাকে ধরে ফেলে। পরে স্থানীয় সমাজপতিরা এসে সাধন বালাকে উদ্ধার করে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ভুক্তভোগীর স্বামীকে মীমাংশার আশ্বাস দেন। এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী সজীব হালদার জানান, গত ২৯শে জুলাই বিকালে সমাজপতির বাড়িতে আলোচনায় বসে।