দেশ বিদেশ
ডোমারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে ২ জনের জরিমানা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবারনিষিদ্ধ পিরানহা মাছ সংরক্ষণ করে প্রকাশ্যে বিক্রির অভিযোগে জেলার ডোমারে ২ মাছের আড়তদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ১৫১ কেজি মাছ জব্দ করে ধ্বংস করা হয়। গতকাল সকালে পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন মাছের আড়তে ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস হ্যাপি এই জরিমানার সাজা প্রদান করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আঙ্গুরী বেগম উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. আঙ্গুরী বেগম জানান, সংবাদ পেয়ে পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন মাছের আড়তে অভিযান চালানো হলে ২ আড়তদার মালেক ও বাবলুর কাছ থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল মালেককে ৫ হাজার টাকা ও বাবলু রহমানকে ২ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে কখনো পিরানহা মাছ বিক্রি করবে না মর্মে সতর্ক করে দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস হ্যাপি পিরানহা মাছ বিক্রির অভিযোগে ২ আড়তদারকে জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় ২ আড়ত থেকে ১৫১ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। এ সময় মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।