ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ নিয়ে ‘হতাশ’ অধ্যাপক ফারজানা ইসলাম

জাবি প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবারmzamin

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিজের হাতেগড়া শিক্ষক সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ফারজানা ইসলাম। এ ছাড়া আসন্ন ভিসি প্যানেল নির্বাচন নিয়ে সংগঠনটির নীতি নির্ধারণে তার মতামতকে প্রাধান্য না দেয়াই ক্ষোভ প্রকাশ করেন ২ বারের ভিসি অধ্যাপক ফারজানা। তিনি বলেন, ‘যেখানে শোকের মাসে এধরনের একটি নির্বাচন সমীচীন নয়, সেখানে ১৫ই আগস্ট ঘেঁষে নির্বাচনের দিন চূড়ান্ত করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার মনের অবস্থা কেমন থাকবে তা বিবেচনা করা উচিত ছিল।’ ভিসি প্যানেল নির্বাচনে শিক্ষামন্ত্রণালয়ের নিদের্শনার ব্যাপারে অধ্যাপক ফারজানা বলেন, ‘স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে এই নির্বাচনে মন্ত্রণালয়ের লিখিত নিদের্শনা না থাকাটা দুঃখজনক। শুধুমাত্র একজন কর্মকর্তার মৌখিক নির্দেশে এ রকম নির্বাচন প্রত্যাশিত নয়।’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা হিসেবে বলেন, ‘তারা আমাকে এখন আর সেভাবে ডাকে না। তবে ডাকলে তাদের ডাকে আমি সাড়া দিব। আমার জায়গা থেকে তাদের পরামর্শ দিব যাতে তারা বিভক্ত না হয়ে তাদের চেতনার জায়গায় অটল থাকে।’ সম্প্রতি ভিসি প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে বিভক্তির গুঞ্জন শোনা যাচ্ছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের কিছু নেতা যদি মনে করেন দলের আদর্শ ও চেতনাকে সমুন্নত রাখতে পদত্যাগ করা বাঞ্ছনীয়, তবে পদত্যাগ করাই শ্রেয়। এই ভাঙার মধ্যেই নতুন কিছু গড়ে তোলার সম্ভাবনাকে জাগ্রত করে। ভাঙা-গড়ার মধ্যে দিয়েই নিজ আদর্শকে সুমহান মর্যাদায় সমুন্নত রাখা যায়।’ গত ২৫শে এপ্রিল ভিসি ভবন ছাড়ার পর প্রথমবারের মতো তিনি নিজ বিভাগে (নৃবিজ্ঞান) ফিরে সাংবাদিকদের এ কথা জানান। প্রসঙ্গত, তিনি ২০১৪ সালে বাংলাদেশের প্রথম নারী হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন
দ্বিতীয় মেয়াদের প্রথম ভাগে ২০১৮ সালের ৮ই মে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ গঠন করেন।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status