বাংলারজমিন
ঘাটাইলে ইউপি চেয়ারম্যান হেকমত শিকদারে বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেকমত শিকদারের বিরুদ্ধে সিমাহীন দুর্নীতি, কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাৎ, অতিদরিদ্রদের টাকায় নিজের পকেট ভারী, বনবিভাগের জমি দখল করে লেবু ও কলার বাগান করা, প্রকাশ্য দিবালোকে সংরক্ষিত বনের শাল, নিজ ইউনিয়নের চৌকিদারকে মেরে ফেলার হুমকিসহ নানা অভিযোগে মানববন্ধন করেছে ইউনিয়নের মানুষ। জানা যায়, সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত শিকদারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয়। এ সময় চেয়ারম্যান হেকমত শিকদারের নেতৃত্বে কিছু লোকজন শান্তিপূর্ণ মানববন্ধনে বাধা দেয়। একপর্যায়ে তারা মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। পুলিশের উপস্থিতেই দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড, হকিস্টিক, লোহার পাইপসহ উভয় পক্ষের লোকজন একে অপরের ওপর ঝাঁপিয় পড়ে। এ সময় চেয়ারম্যান হেকমত শিকদারকেও লোহার পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়। একপর্যায় উত্তেজিত জনতা ইউপি চেয়ারম্যানকে গণধোলাই দেয় ও তার লোকদেরকে ধাওয়া করে।