খেলা
ক্রিকেটে গুরুত্বপূর্ণ ফরম্যাট ওয়ানডে: তামিম
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৫ আগস্ট ২০২২, শুক্রবার, ১:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৯ অপরাহ্ন

দিনদিন টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয়তা বাড়ছে। যেকারণে সাবেক-বর্তমান ক্রিকেটারদের অনেকেই মনে করেন, অদূর ভবিষ্যতে ওয়ানডে ক্রিকেট নিয়ে আগ্রহ কমে যাবে দর্শকদের। তবে বিষয়টি মানতে নারাজ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, ক্রিকেটে গুরুত্বপূর্ণ একটি ফরম্যাটে ওডিআই।
টি-টোয়েন্টির জনপ্রিয়তা বাড়ায় ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম, ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও অস্ট্রেলিয়ার উসমান খাজার মতো তারকারা। এমনকি ওয়ানডে ক্রিকেটকে টিকিয়ে রাখতে ওভার কমানোর পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি। ক্রিকেট মহলে এক দিনের ক্রিকেট ম্যাচ নিয়ে কানাঘুষা হলেও আইসিসি অবশ্য চিন্তিত নয় এ নিয়ে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস জানান, (এমন জল্পনা হলেও) পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) কোনো পরিবর্তন দেখা যাবে না।
তামিম বলেন, ‘আমি মনে করি ওয়ানডে খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট। শুধু আমি নই, আইসিসিও বলেছে। সবাই এই ফরম্যাটে ম্যাচ দেখতে পছন্দ করে। আপনি যদি আইসিসির বড় টুর্নামেন্টগুলো দেখেন, টি- টোয়েন্টি বিশ্বকাপ ওডিআই বিশ্বকাপের মতো বড় নয়।
বাংলাদেশ বর্তমানে ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে আইসিসি বিশ্বকাপ সুপার লীগে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের খুবই কাছাকাছি তারা।
অবশ্য বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লীগের অংশ নয়। প্রথম ওয়ানডের লড়াইয়ে নামার আগে তামিম বলেন, ‘যদি আমরা দুই দলের শক্তি বিবেচনা করি, আমরা এগিয়ে আছি। কিন্তু ক্রিকেটে যে দলটি নির্দিষ্ট দিনে পারফর্ম করবে, তারাই ম্যাচ জিতবে। জিম্বাবুয়ে আমাদের বিপক্ষে টি- টোয়েন্টিতে জিতেছে কারণ তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। এখানেও একই রকম আছে এবং আমরা যদি তাদের হারাতে চাই তবে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। তাদের নিজেদের কন্ডিশনে তারা খুবই বিপজ্জনক দিক।’