বাংলারজমিন
ঘটনার চার দিনেও খোঁজ নেয়নি প্রশাসন
মৃত্যুর সঙ্গে লড়ছেন কুড়িগ্রামে চোখ হারানো শিক্ষিকা
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
৫ আগস্ট ২০২২, শুক্রবার
ক্লাস চলাকালীন সময়ে বাঁশে বাঁধা ফ্যানের জিআই তার ছিঁড়ে ফ্যানের আঘাতে গুরুতর আহত শিরিনা আকতার চারদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এখন পর্যন্ত তাকে দেখতে আসেনি শিক্ষা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা। অথচ সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় প্রাথমিক শিক্ষা বিভাগের অব্যবস্থাপনা এবং নিরাপদ কর্মস্থল না হওয়ায় পাঠদানরত অবস্থায় আহত হন এই শিক্ষিকা। গত বুধবার দুপুরে শিক্ষিকার চোখের ব্যান্ডেজ খুলে দেয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে জানানো হয়নি তার ডান চোখ একেবারে নষ্ট হয়ে গেছে। সে কারণে শিরিনা আকতার যারই দেখা পাচ্ছে তাকেই আকুতি জানাচ্ছে দোয়া করবেন আমার চোখ যেন ভালো হয়। গতকাল ঘটনাস্থল কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায় দেড়টার সময় স্কুলটি ছুটি হয়। এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্বলভাবে ফ্যান বাঁশের সঙ্গে বেঁধে দেয়ায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এতে স্কুলের সাধারণ শিক্ষার্থীরা রক্ষা পেলেও শিক্ষিকা শিরিনা আকতার তার চোখ হারিয়ে অসহ্য যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছেন। গোড়াই দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াসমিন জানান, স্কুলটি একেবারে ভগ্নদশা ছিল।