বাংলারজমিন
নোয়াখালীর চরাঞ্চলের ভূমিদস্যু ও জলদস্যু কমান্ডার ‘সফি বাতাইন্না’ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবারআওয়ামী লীগের আদলে ভূমিহীন নেতার পরিচয়ে দক্ষিণাঞ্চলে শ্বশুর-জামাইয়ের মগের মুল্লুকে অপারেশন ডেভিল হান্টের হানা। নোয়াখালী জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বনদস্যু ও ভূমিদস্যু আবুল কালাম ওরফে সফি বাতাইন্নাকে (৬০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল ভোরে সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের জিয়ার চর এলাকার সফি নগর আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তার চতুর্থ স্ত্রী হাসিনা বেগম (৫০)কেও গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় রামদা ও একটি চাকু পাওয়া যায়। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। চরজব্বর থানার ওসি মো. শাহীন মিয়া দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আবুল কালাম সফি প্রকাশ ওরফে ‘সফি বাতাইন্না’ দুই যুগের বেশি সময় ধরে নোয়াখালীর দক্ষিণাঞ্চল সুবর্ণচর ও মেঘনা নদী এলাকায় রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন।