খেলা
বিশ্বকাপের শতবর্ষে আয়োজক হতে চায় আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪১ অপরাহ্ন

২০৩০ সালে শতবর্ষে পদার্পণ করবে ফুটবল বিশ্বকাপ। সেই আসরের যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা। উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ের সঙ্গে বিশ্বকাপের আয়োজনের জন্য বিড জমা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। খবরটি নিশ্চিত করেছে ইউরোস্পোর্ট।
১৯৩০ সালে উরুগুয়েতে ফিফা ওয়ার্ল্ডকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেবার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিক দল। লাতিন আমেরিকা ফুটবলের হর্তকর্তারা চায়, টুর্নামেন্টের শতবার্ষিকী উদযাপন হোক সেখানেই, যেখানে শুরুটা হয়েছিল। কনমেবল প্রেসিডেন্ট আলেসান্দ্রো ডোমিঙ্গেজ বলেন, ‘এটা একটি মহাদেশের স্বপ্ন। আরও অনেক বিশ্বকাপ হবে, তবে প্রতিযোগিতাটি একবারই একশ পূর্ণ করবে। এবং এটার ঘরে আসা প্রয়োজন।
১৯৬২ সালে বিশ্বকাপের আয়োজক ছিল চিলি। আর আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করে ১৯৭৮ সালে।
অন্যদিকে শতবর্ষে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় স্পেন ও পর্তুগালও। ১৯৮২ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল স্পেন। ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ এখনও আয়োজক হতে পারেনি ফুটবল বিশ্বকাপের। ২০২৪ সালে ২০৩০ বিশ্বকাপ আয়োজক দেশের নাম ঘোষণা করবে ফিফা। এর আগেই আয়োজক দেশগুলোকে নিতে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি।
২০২২ বিশ্বকাপ হবে কাতারে। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র।