শেষের পাতা
বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের বাংলাদেশ ৯৩তম
মানবজমিন ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে সিঙ্গাপুর। এর আগে এই অবস্থান ছিল জাপানের। বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩ টিতে ভিসা ছাড়া অথবা পৌঁছামাত্র ভিসা দিয়ে প্রবেশ করতে পারবেন সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা। তবে এই তালিকায় ৯৩তম অবস্থানে আছে বাংলাদেশ। যৌথভাবে তৃতীয় স্থানে আছে স্পেন, জার্মানি, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও ডেনমার্ক। ভিসা ছাড়াই ১৮৭টি দেশে প্রবেশ করতে পারবে এই সাত দেশের পাসপোর্টধারীরা। দীর্ঘদিন দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের অবনতি হয়ে নেমে গেছে ৯ নম্বরে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ৮০তম অবস্থানে আছে ভারতীয় পাসপোর্ট। ৫৬ দেশে সহজে প্রবেশ করা যাবে ভারতীয় পাসপোর্ট দিয়ে। তালিকা অনুযায়ী দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া ও জাপান। ফলে এই দুই দেশের পাসপোর্টধারীরা সহজেই প্রবেশ করতে পারবেন ১৯০টি দেশে। এদিকে তালিকায় সবচেয়ে বড় অর্জন নিয়ে আবির্ভূত হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অষ্টম স্থানে আছে এ দেশটি। ১৮৪টি দেশে প্রবেশ করা যাবে ইউএই’র পাসপোর্ট দিয়ে। উল্লেখ্য, সেরা দশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতই একমাত্র আরব দেশ। ২০১৫ সালে দেশটির অবস্থান ছিল ৩২তম। ইউএই ছাড়া অবস্থান উন্নতি হয়েছে চীনেরও। ২০১৫ সালে তালিকায় ৯৪তম অবস্থান ছিল দেশটির। বর্তমানে তারা ৫৯ নম্বরে আছে। ২০১৫-২৫ এই দশ বছর পাসপোর্ট এর বিচারে সবচেয়ে বেশি অবনতি হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা ও এর উত্তরের প্রতিবেশী যুক্তরাষ্ট্রের। দীর্ঘদিন ধরে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র এখন নয় নম্বরে অবস্থান করছে। অন্যদিকে ২০১৫ সালে দ্বিতীয় অবস্থানে থাকা ভেনিজুয়েলা ৪৪ ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে অবস্থান করছে। আলজেরিয়া, নিরক্ষীয় গায়ানা, তাজিকস্তান ও ভারত যৌথভাবে আছে ৮০তম অবস্থানে। ৪৫টি দেশে ভ্রমণ প্রবেশাধিকার নিয়ে ৮৮তম অবস্থানে আছে প্রতিবেশী দেশ মিয়ানমার। ইরান, সুদানের সঙ্গে ৯১তম অবস্থানে আছে শ্রীলঙ্কা। লিবিয়া, ফিলিস্তিনের সঙ্গে ৯৩তম অবস্থানে আছে বাংলাদেশ। তালিকার ৯৪তম স্থানে আছে নেপাল। আর ইয়েমেনের সঙ্গে ৯৬তম অবস্থানে আছে পাকিস্তান। ২৫টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ নিয়ে তালিকার সবচেয়ে নিচে ৯৯তম অবস্থানে আছে তালেবান নিয়ন্ত্রিত দেশ আফগানিস্তান। ৩০টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ নিয়ে ৯৭তম অবস্থানে আছে ইরাক। ২৭টি দেশে প্রবেশের সুযোগ নিয়ে ৯৮তম অবস্থানে আছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া।