খেলা
সুজনের চোখে ‘পুরো দোষ ক্রিকেটারদের’
স্পোর্টস রিপোর্টার
৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
জিম্বাবুয়ের ছুড়ে দেয়া লক্ষ্য ১৫৭ রানের। কিন্তু ১০ রানে হেরে গেল বাংলাদেশ। হাতে তখনো দুটি উইকেট অক্ষুণ্ন। সেইসঙ্গে ২-১ এ হার দিয়ে শেষ হলো টি-টোয়েন্টি সিরিজ। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের তিন ফরম্যাটে গেল কয়েক বছর ধরেই টানা জিতে আসছে টাইগাররা। এই হারে প্রশ্ন ওঠে টাইগার টি-টোয়েন্টি দলের সক্ষমতা নিয়ে। আবার অনেকের মতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপরিকল্পতি দল কার্যক্রমেই এই অবস্থা। তবে সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও জাতীয় দলের ডিরেক্টর খালেদ মাহমুুদের চোখে পুরো দোষটাই ক্রিকেটারদের। তিনি বলেন, ‘আমি খুব হতাশ। আমরা বারবার বলি নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে।
পাঠকের মতামত
ক্রিকেট এর খেলোয়াড় বদলালেই হবে না, বদলাতে হবে ম্যানেজমেন্ট ও। খেলোয়াড় পারফর্ম না করতে পারলে সেই খেলোয়াড় রাখার দরকার কি ?
আইলাম আর গেলাম কিছুই বুঝলাম না। সব দোষ তাদের যারা সব কাজ ফেলে ক্রিকেট খেলা দেখে। এত লো স্কোর তারপরও না জেতার কারণ দেখি না। টিম যারা দেখা শোনা করেন তারাই ভাল জানেন। ১৬/১৭ কোটি লোক কি আর বুঝে ??? সৌম্য কে এসবে না নেয়ার কারন কি।