ভারত
দিল্লি ভোটের দিন খোদ মুখ্যমন্ত্রী অতিশীর অফিস থেকে বিপুল নগদ-সহ গ্রেপ্তার ২
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন

বুধবার সকাল থেকে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে এবার রীতিমতো সরগরম ভারতের রাজধানী। প্রচারে একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি টাকা বিলির অভিযোগ উঠেছে আপ, বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে। এবার ভোট শুরুর ঘণ্টাখানেক আগে মুখ্যমন্ত্রী অতিশীর অফিস থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। অভিযুক্তদের একজন অতিশীর ব্যক্তিগত সহকারি বলে জানা যাচ্ছে। এবং দ্বিতীয়জন গাড়ি চালক। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া দুই জনের কাছ ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লির পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিং জানান, গৌরব ও অজিত নামে মুখ্যমন্ত্রী অফিসের ওই দুই কর্মচারী বিপুল নগদ টাকা-সহ মুখ্যমন্ত্রীর অফিসে রয়েছেন এই খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ। টাকা-সহ গ্রেপ্তার করা হয়েছে দুজনকেই। অভিযুক্তরা এই টাকা ভোটারদের প্রভাবিত করার জন্য ব্যবহার করছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এই গ্রেপ্তারির ঘটনায় দিল্লি পুলিশের বিরুদ্ধে গলা ছড়িয়েছেন মুখ্যমন্ত্রী অতিশী। তিনি অভিযোগ করেন, “দিল্লিতে আম আদমি পার্টির কোমর ভাঙতে উঠেপড়ে লেগেছে বিজেপি। দিল্লির পুলিশ, নির্বাচন কমিশন-সহ সমস্ত এজেন্সিকে আপের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে। বিজেপির নেতা-কর্মীরা টাকা নিয়ে ঘুরছেন দিল্লি পুলিশ তা জেনেও কোনও ব্যবস্থা নেয় হয়নি। ওরা আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করুক না কেন। দিল্লির জনতা আপের পাশে রয়েছেন। জনতার শক্তিকে ওরা হারাতে পারবে না কোনওভাবেই।”
বিধিভঙ্গ ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগে ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে দায়ের হয়েছে জোড়া মামলা। হরিয়ানা সরকারের বিরুদ্ধে যমুনায় বিষ মেশানোর অভিযোগ তোলায় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে হরিয়ানাতে দায়ের হয়েছে এফআইআর। সবমিলিয়ে এবারের দিল্লির বিধানসভা নির্বাচন বেশ ঘটনাবহুল।
সূত্র : হিন্দুস্থান টাইমস
পাঠকের মতামত
৫ লক্ষ টাকা বিপুল taka!!! ha ha ha ha
আওয়ামীলীগের অবস্থা থেকে বিজেপির শিক্ষা নেওয়া উচিত।