শেষের পাতা
কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে ইসি অভিমুখে রোডমার্চ আজ
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারকুমিল্লা-৯ নির্বাচনী এলাকা (কুমিল্লা সদর দক্ষিণ ও বর্তমান কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড)কে পুনর্বহালের দাবিতে আজ নির্বাচন কমিশন অভিমুখে রোডমার্চ করবে ঐক্য সংহতি পরিষদ ও কুমিল্লা বাঁচাও মঞ্চ। সকাল ৭টায় পদুয়ার বাজার থেকে নির্বাচন কমিশন অভিমুখে রোডমার্চ নিয়ে রওনা হবে সংগঠন দুটি। এতে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। রোডমার্চে অংশ নেবেন কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই উপজেলা, মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মনিরুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, ২০০৮ সালে কুমিল্লা-৯ আসনকে অন্যায়ভাবে পৃথক করা হয় এবং ২০১৪ সালে হাইকোর্টের রায় স্থগিত করে ক্ষমতার অপব্যবহার করা হয়। নতুন নির্বাচন কমিশনের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তিনি। মনিরুল হক চৌধুরী আরও বলেন, ২০১৪ সালে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা নিয়ে হাইকোর্ট রায় দিয়েছিল। কিন্তু সাবেক মন্ত্রী লোটাস কামাল ক্ষমতার অপব্যবহার করে সেই রায় স্থগিত করিয়েছিলেন। এতে করে কুমিল্লা দক্ষিণ অঞ্চলকে পৃথক করা হয়েছে। আমরা নতুন নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে দ্রুত সমাধানের দাবি জানাচ্ছি।