খেলা
সাইফুদ্দিনকে ছাড়িয়ে খরুচে বোলার নাসুম
স্পোর্টস রিপোর্টার
৩ আগস্ট ২০২২, বুধবার
টি-টোয়েন্টিতে এক ওভারে ৩১ রান দিয়ে টাইগারদের সবচেয়ে খরুচে বোলারের নেতিবাচক রেকর্ডটি ছিল মোহাম্মদ সাইফুদ্দিনের। এবার তাকে ছাড়িয়ে লজ্জার এই রেকর্ডে যুক্ত হয়েছেন তরুণ স্পিনার নাসুম আহমেদ। গতকাল নাসুমের এক ওভারে ৩৪ রান নিয়ে জিম্বাবুয়েকে খেলায় ফেরান বাঁহাতি ব্যাটার রায়ান বার্ল। নিজের প্রথম বলে উইকেট পাওয়া নাসুমের জন্য যেন দুঃস্বপ্ন হয়ে আসে নিজে দ্বিতীয় ওভারটি। প্রথম চার বল ছক্কায় ওড়ান বার্ল। পঞ্চম বল স্লগ করে মারেন চার। শেষ বলে আবার ছয় হাঁকান জিম্বাবুয়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের হয়ে এক ওভারে সবচেয়ে বেশি রান নেওয়ার রেকর্ডটি ছিল বার্লেরই। বোলারের নামটিও ছিল বাংলাদেশের। সাকিব আল হাসানের এক ওভারে ৩০ রান নিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন