খেলা
নিজের সেরা টাইমিংও করতে পারলেন না ইমরানুর
সামন হোসেন, বার্মিংহাম (যুক্তরাজ্য) থেকে
৩ আগস্ট ২০২২, বুধবার
গেমসের মাদার ইভেন্ট দেখতে সকাল থেকেই আলেকজান্ডার স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণ। যেখানে আধিপত্য ছিলো জ্যামাইকা ও কেনিয়ার। সকাল থেকে আলেকজান্ডারে শুরু হয় লং-জাম্প, হাইজাম্প, মেয়েদের ডিসকাস থ্রো, শটপুট। তবে এসব ছাপিয়ে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলো ১০০ মিটার স্প্রিন্ট। যেখানে ৯টি হিটে অংশ নেয় ৭০জন স্প্রিন্টার। ১০০ মিটারে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশের দুই স্প্রিন্টারের। কোভিডের কারণে আগেই ছিঁটকে গেছেন রাকিবুল হাসান। ট্র্যাকে নামার সুযোগ পেয়েছিলেন বিলেত প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। তবে জন্মস্থান বিলেতের বার্মিংহামে অনুষ্ঠিত এবারের কমনওয়েলথ গেমসে নিজের ক্যারিয়ার সেরা টাইমিংও করতে পারলেন না ইমরান। সাত নম্বর হিটে অংশ নিয়ে ইমরান তৃতীয় হন।
বিজ্ঞাপন