ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সিলেটে পংকি-মিফতাহ বিরোধ এখন প্রকাশ্যে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩ আগস্ট ২০২২, বুধবার
mzamin

সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি। আর সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। ১০ মাস আগে মহানগরে বিএনপি’র কার্যক্রমে গতি আনতে তাদের কাঁধেই দেয়া হয় মহানগর বিএনপি’র দায়িত্ব। পংকি মহানগর বিএনপি’র সিনিয়র নেতা। মিফতাহও ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক। ফলে দু’জন সাড়ম্বরেই শুরু করেন যাত্রা। তবে- গত কয়েক মাস ধরে দু’জনের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিল। বিএনপি’র বলয়কেন্দ্রিক এ বিরোধ বলে জানিয়েছেন মহানগর নেতারা। পংকির অবস্থান যেদিকে মিফতাহ ছিলেন বিপরীতমুখী। ফলে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়।

বিজ্ঞাপন
এতে করে মহানগর বিএনপি’র কার্যক্রমেও ভাটা পড়ে। দল গোছানোর বিষয়টি প্রায় থমকে গেছে। মহানগর বিএনপি’র অন্য নেতারাও দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ ঝুঁকেছে পংকির দিকে, আবার কেউ মিফতাহ’র দিকে। গত কয়েকদিন আগে আহ্বায়ক পংকির বাসায় মহানগর বিএনপি’র সভায় মিফতাহ’র ওপর ক্ষুব্ধ হয়েছিলেন কমিটির নেতারা। দলীয় কার্যক্রমে গতি না আসার জন্য তারা মিফতাহকে দায়ী করেন। তবে- মিফতাহ সেদিন তার যুক্তি খণ্ডনের সুযোগ পাননি। এই অবস্থায় বিরোধ ছাইচাপা দিয়ে সিলেট মহানগর বিএনপি’র আন্দোলন কর্মসূচি চলছিল। এতে সব নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ ছিল। গতকাল ছিল কেন্দ্রীয় কর্মসূচি। 

এ কর্মসূচিতে অংশ নিতে পংকি ও মিফতাহ সহ মহানগরের নেতাকর্মীরা নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে জড়ো হন। সেখান থেকে এক সঙ্গে মিছিল নিয়ে রেজিস্ট্রারি ময়দানে পৌঁছেন। বিএনপি’র নেতাকর্মীরা জানিয়েছেন, সেখানে সমাবেশ শুরুর প্রাক্কালে আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর কাছে আবদার করেন; পরিচালনায় তার সঙ্গে আরও দু’জন নেতাকে সংযুক্ত করার। আহ্বায়কের এই সিদ্ধান্তকে ভালোভাবে নেননি মিফতাহ সিদ্দিকী। তিনি পাল্টা জবাব দেন- ‘সভাপতিত্ব আপনি ও পরিচালনা করার অধিকার আমার। সাংগঠনিকভাবে এখানে অন্য কেউ আসতে পারেন না।’ এরপরও পংকি তার কমিটির সদস্য সচিব মিফতাহকে তার কথা রাখার কথা বলেন। এতে ক্ষুব্ধ হন মিফতাহ সিদ্দিকী। পরে সভা পরিচালনা না করে মিফতাহ সিদ্দিকী তার অনুসারীদের নিয়ে মিছিল সহকারে রেজিস্ট্রার মাঠ ত্যাগ করেন। তিনি অন্যত্র আরেকটি সভা করেন। সন্ধ্যায় মহানগর বিএনপি’র আলাদা দুটি প্রোগ্রামের প্রেস বিজ্ঞপ্তি আসে গণমাধ্যমে। এর মধ্যে একটি আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি ও অপরটি সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর। এ প্রসঙ্গে মিফতাহ উদ্দিন মানবজমিনের কাছে সমাবেশের পূর্বে চলে আসার বিষয়টি স্বীকার করেন। তবে- এ নিয়ে কোনো বিরোধ নেই বলে দাবি করেন তিনি। এদিকে-   রেজিস্ট্রারি মাঠে যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ূম জালালী পংকি বলেন- দেশে যখন স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিদ্যুৎখাতে চরম দুর্নীতির খেসারতে নজিরবিহীন অব্যাহত লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনায় বিক্ষুব্ধ বাংলাদেশের জনগণ। তখন গণমানুষের দল বিএনপি জনগণের অধিকার আদায়ে দেশজুড়ে গণআন্দোলন গড়ে তুলেছে। 

সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নাসিম হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, নজিবুর রহমান নজিব, সদস্য সৈয়দ তৌফিকুল হাদি, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, শামীম মজুমদার, সৈয়দ সাফেক মাহবুব, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, ২৬ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক ডা. আব্দুল হক, ২৭ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক লুৎফুর রহমান, ২৫ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক রেজাউল রহমান রোজন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজ হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন,  মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব প্রমুখ। এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে; বিক্ষোভ মিছিলের পূর্বে আয়োজিত সমাবেশে সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেছেন, সরকারের পায়ের নিচে মাটি  নেই।

 চারদিকে চোখে অন্ধকার  দেখছে। বিএনপি যখনই এদেশের মানুষের পক্ষে কথা বলে আওয়ামী লীগ তখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যাকাণ্ড চালায়। শুধু আব্দুর রহিমই নয় তারা বিএনপি’র অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। নগরীর সরকারি আলীয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম আহ্বায়ক রুকশানা বেগম শাহনাজ, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু, বিএনপি নেতা সফিকুর রহমান টুটুল, আব্দুস সামাদ, মামুনুর রশীদ মামুন, রফিকুল বারী রোমান, মন্তাজ  হোসেন মুন্না, মালেক আহমদ, খালেদ আকবর চৌধুরী, মির্জা রামিম, সাকের আহমদ, সাবেক বিএনপি নেতা সৈয়দ ইমরান  হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, বাবর আহমদ রনি, মকসুদুল করিম  নোহেল, লুৎফুর রহমান, সোহেল আহমেদ,  মঞ্জুর আহমদ, আব্দুল হাসিম জাকারিয়া, আবু সাইদ  মোহাম্মদ তায়েফ, মারুফ আহমদ টিপু, আব্দুল মান্নান, নুরুল ইসলাম প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status