খেলা
সালাহর শততম গোলে লিভারপুলের জয়
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১:২২ অপরাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগে নতুন এক মাইলফল স্পর্শ করলেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে ঘরের মাঠ অ্যানফিল্ডে গোলের সেঞ্চুরি করেছেন মিশরীয় এই তারকা। শনিবারের ম্যাচে ইপ্সউইচ টাউনের বিরুদ্ধে ৪-১ গোলের জয় তুলে নেয় অলরেডরা।
এদিন দু’দলের মধ্যে লড়াইটা একপেশেই হয়। সফরকারীদের জালে ১৬টি শট নেয় লিভারপুল, যার মধ্যে লক্ষে থাকে ৬টি। ইপ্সউইচ ৩টি শটের সবগুলোই লক্ষ্যে রাখতে পারে। ম্যাচের একাদশ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক সোবোসলাইয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। প্রিমিয়ার লীগে ঘরের মাঠে এটি ছিল তার ১০০তম গোল। পাশাপাশি চলতি মৌসুমে সবমিলিয়ে গোল করলেন ২৩টি। ৪৪ মিনিটে কডি গ্যাকপোর গোলে ৩-০ স্কোরলাইনে বিরতিতে যায় দু’দল। মাঠে ফিরে ৬৬ মিনিটে আরও এক গোল করেন এই ডাচ ফরোয়ার্ড।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ইপ্সউইচ এক গোল শোধ করলেও হেসেখেলে জয় তুলে নেয় লিভারপুল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা শক্ত করলো স্বাগতিকরা। ২২ ম্যাচে ১৬ জয়, ৫ ড্র ও ১ হারে ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে অলরেডরা। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৪৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। গানারদের সমপরিমাণ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোন বা অবনমন অঞ্চলে রয়েছে ইপ্সউইচ। অন্য ম্যাচে ঘরের মাঠে নটিংহাম ফরেস্টকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বোর্নমাউথ। ম্যাচে প্রিমিয়ার লীগের প্রথম হ্যাটট্রিক তুলে নেন দাঙ্গো উয়াত্তারা।