খেলা
চেলসিকে হারিয়ে ফের চারে ম্যান সিটি
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১১:৫৮ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগে তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। তবে শনিবার সিটির ঘরের মাঠে শেষপর্যন্ত পাত্তা পায়নি চেলসি। ৩-১ গোলে জয় তুলে নিয়ে আবারও পয়েন্ট টেবিলের চারে উঠে আসে পেপ গার্দিওলার শিষ্যরা।
সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়ামে এদিন চেলসির গোলের দিকে ১৫টি শট নেয় সিটি, যার মধ্যে লক্ষ্যে থাকে ৬টি। সফরকারীরা গোল অভিমুখে ১০টির মধ্যে ৪টি শট রাখতে পারে লক্ষ্যে। কিছুদিন আগেই ফরাসি ক্লাব লাস থেকে সিটিতে যোগ দেন উজবেকিস্তানের তরুণ ডিফন্ডার আবদুকোদির খুসানভ।
২০ বছর বয়সী এই সেন্টার ব্যাকের চরম ভুলে ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় চেলসি। ট্যাপ ইনে জালে বল জড়ান ইংলিশ মিডফিল্ডার ননি মাদুয়েক। যদিও এরপর বেশ কয়েকটি গোল বাঁচান খুসনভ। এর মধ্যে একবার তো হলুদ কার্ডই দেখে বসেন। ম্যাচের দশম মিনিটে ফিল ফোডেনের বাঁ পায়ের জোড়ালো শট ফিরে আসে গোলবারে লেগে।
একের পর আক্রমণে সফরকারীদের রক্ষণদুর্গ তটস্থ করে ফেলে সিটি। ৩৫ মিনিটে গোল পেয়ে যায় সিটি। তবে অভিষিক্ত ইজিপশিয়ান ফরোয়ার্ড ওমর মারমুশের গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। যদিও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের ৪১তম মিনিটে ফাঁকা গোলবারে বল ঠেলে দেন ক্রোয়েট ডিফেন্ডার জোশকো গার্দিওল।
১-১ গোলে বিরতিতে যায় দু’দল। মাঠে ফিরে ৬৯ মিনিটে চেলসি গোলকিপার সানচেজের ওপর দিয়ে জালে বল জড়ান আর্লিং ব্রুট হালান্দ। ৮৭ মিনিটে দারুণ ফিনিশিংয়ে শেষ গোলটি করেন ফোডেন। ৩-১ গোলে স্বস্তির জয় দিয়ে ম্যাচ শেষ করে সিটিজেনরা। এই জয়ে চেলসিকে ছয়ে নামিয়ে তালিকার চারে উঠে এসেছে গার্দিওয়ার শিষ্যরা। ২৩ ম্যাচ খেলে ১২ জয়, ৫ ড্র ও ৬ হারে ৪১ পয়েন্ট উঠেছে সিটির খাতায়। সমপরিমাণ ম্যাচ খেলে ব্লুজদের পয়েন্ট একটি কম।