বাংলারজমিন
ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, রবিবারযশোরের ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুস সাকিব (২৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার কীর্তিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফাহিম বিশ্বাস (২৬) নামে আরও একজন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সাকিব ঝিকরগাছা পারবাজার এলাকার সোহেল হোসেনের ছেলে ও জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
ঝিকরগাছা নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ মো. রোকনুজ্জামান জানান, শুক্রবার রাত ১০টার দিকে কীর্তিপুর মোড়ে দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। পরে আহত ফাহিমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
৪
খালেদা জিয়ার ছবি গ্রুপে পোস্ট/ শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা
৫