দেশ বিদেশ
দাভোসে চারদিনে প্রায় অর্ধশত ইভেন্টে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
২৬ জানুয়ারি ২০২৫, রবিবারচারদিনের সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে সরকারপ্রধান ৪৭টি ইভেন্টে অংশ নেন। যেখানে গণতন্ত্র, নির্বাচন, সংস্কার, অর্থনীতি, কূটনীতি ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশ্বনেতাদের সঙ্গে অনেকগুলো সাইডলাইন বৈঠকে অংশ নেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশকে সংস্কার, নির্বাচন, গণতন্ত্র, অর্থনীতি ও রোহিঙ্গা ইস্যুতে সহায়তার প্রতিশ্রুতি দেন তারা। গতকাল বিকাল ৫টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। চারদিনের সুইজারল্যান্ড সফরে প্রধান উপদেষ্টা সর্বমোট ৪৭টি ইভেন্টে অংশ নেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এক বার্তায় তিনি জানান, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে সরকারপ্রধান ৪৭টি ফরমাল ইভেন্টে অংশ নেন। এর মধ্যে সরকারপ্রধান পর্যায়ের ৪ জন, মন্ত্রীয় পর্যায়ের ৪ জন, জাতিসংঘসহ সমপর্যায়ের সংস্থার শীর্ষ নির্বাহী ১০ জন, উচ্চপর্যায়ের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সিইও পর্যায়ের ১০ জনের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের আয়োজনে ৯টি, মিডিয়া সম্পর্কিত ৮টি ও অন্যান্য ২টি ইভেন্টে অংশ নেন ড. ইউনূস।