বাংলারজমিন
শ্রীমঙ্গলে কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
২৬ জানুয়ারি ২০২৫, রবিবার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকো’র ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করেছে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি। শনিবার বিকেল সাড়ে ৩টায় শহরের মহসিন অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যেগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিল্লাত হোসেন মিরাশদার, আতিকুর রহমান জরিফ,আব্দুল মোছাব্বির, আলকাস মিয়াসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া-মাহফিল অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকো ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া মাহফিল শেষে ১৬শ’ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।