ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

এলডিসি গ্র্যাজুয়েশন না পেছালে অর্থনীতিতে ধস নামবে: বিসিআই

অর্থনৈতিক রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:০১ অপরাহ্ন

mzamin

এলডিসি গ্র্যাজুয়েশন পিরিয়ড তিন বছর পেছানো না গেলে দেশের অর্থনীতিতে বড় ধস নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় বিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণ হতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে পর্যায়ক্রমে রপ্তানি পণ্যে প্রণোদনা হ্রাস করার একটি কৌশলগত পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। রপ্তানিকারকরা বলছেন, এ উদ্যোগে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে বিসিআই সভাপতি বলেন, গত এক বছরে দেশের ১০০টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। আরও ২০০টি কারখানা বন্ধের পথে। অন্যদিকে বর্তমান সরকার ‘টিকফা’ বাস্তবায়নের মাধ্যমে যেন আমেরিকায় জিএসপি সুবিধা পাওয়া যায় সেজন্য শ্রমআইন বাস্তবায়নে আমেরিকার প্রেসক্রিপশনে কাজ করছে। অথচ আমেরিকা জিএসপি দিলেও সেখানে গার্মেন্টস ও টেক্সটাইলে কখনো ডিউটি ফ্রি অ্যাকসেস পাবে না। আমরা মনে করি, যদি গ্র্যাজুয়েশন পেছানো না যায়, তবে দেশের অর্থনীতিতে বড় ধস নামবে।
তিনি বলেন, এখানে গার্মেন্টস ও টেক্সাটাইল সেক্টর যেটা কৃষির পরে অর্থনীতির লাইফ লাইন, যা শুধু ৪০ শতাংশ কর্মসংস্থান তৈরি করেছে এবং রপ্তানির ৮৫ শতাংশ অবদান রয়েছে যার, সেই সেক্টর বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) কারণে শুধু ইউরোপীয় ইউনিয়নে ভিয়েতনাম ২০২৭ সালে জিরো ট্যারিফ সুবিধা পাবে। আর বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ওপর ইউরোপের আমদানিকারকরা ১২ শতাংশ ডিউটি আরোপ করবে, যা ২০২৯ সাল পর্যন্ত দিতে হবে, অন্যান্য দেশেও একই অবস্থা তৈরি হবে। সার্বিক অবস্থা বিবেচনায় এলডিসি গ্র্যাজুয়েশন পিরিয়ড তিন বছর পেছানোর দাবি জানাই আমরা।
আনোয়ারুল আলম চৌধুরী বলেন, সরকার আইএমএফের প্রেসক্রিপশন মেনে চলছে। এটা বাস্তবায়নে আমাদের দেশ চলবে না, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এখানে গণতান্ত্রিক সরকার ছাড়া স্বস্তি ফিরবে না। ব্যবসায়ীরা মনে করেন, যত দ্রুত সম্ভব অন্তর্র্বতী সরকারের নির্বাচনী প্রক্রিয়ায় যাওয়া উচিত।
তিনি বলেন, আবারও সুদহার বাড়ানো হচ্ছে। ভ্যাট বাড়ানো ও ঋণ শ্রেণিকরণের মেয়াদ ৬ মাস থেকে কমিয়ে ৩ মাসে নিয়ে আসার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। যখন উপদেষ্টা ও গভর্নরের পক্ষ থেকে বলা হয়, দাম বাড়বে না, শিল্প ক্ষতিগ্রস্ত হবে না, আবার ঋণের সুদ-জ্বালানির দাম বাড়ানো হয়। এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য শিল্প উদ্যোক্তাদের চিন্তায় ফেলে দেয়। এ অবস্থায় যদি দেশি উদ্যোক্তারা বিনিয়োগ করতে ভয় পান, তাহলে সরাসরি বিদেশি (এফডিআই) বিনিয়োগ কিভাবে আসবে?
বিসিআই সভাপতি আরও বলেন, ব্যবসায়ীরা এই মুহূর্তে অনেক চ্যালেঞ্জের মুখে। সরকার এবং রাজনীতিবিদরা অর্থনৈতিক চ্যাপ্টারকে গুরুত্ব দিতে ভুলে গেছেন। সরকার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যকে গুরুত্ব না দিয়ে শুধু অন্যান্য ইস্যু নিয়ে ব্যস্ত। অথচ অর্থনীতির চাকা না ঘুরতে থাকলে ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তারা অর্থনীতি সামাল দিতে পারবে না। ভেবেছিলাম সব ধরনের সংস্কারেরে পাশাপাশি নিয়মিত অর্থনীতির চাকা ক্ষতিগ্রস্ত না করার উপায় বের করে সামনের দিকে অগ্রসর হওয়ার উদ্যোগ গ্রহণ করবে অন্তর্র্বতী সরকার, যেন কর্মসংস্থান ধরে রাখা যায়, বিনিয়োগ বৃদ্ধি পায়, উৎপাদন খরচ সহনীয় পর্যায়ে রেখে মূল্যস্ফীতি কমাতে সাহায্য করে, কিন্তু বাস্তবতা কতটুকু?

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status