ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বিবিধ

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১০:৩৭ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

কমিটির সভাপতি মো. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছুসংখ্যক পদে দায়িত্বশীল কর্মকর্তারা অবসরে (পিআরএল) যাওয়ায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক উক্ত পদসমূহ পূরণসহ কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী (অ্যাডহক) কমিটির সভাপতি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে নির্বাচিত করা হয়।

অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ.ম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়ের অতিরিক্ত সচিব মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া নির্বাচিত হয়েছেন।


মহাসচিব পদে শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা এবং কোষাধ্যক্ষ পদে মিজ কানিজ মওলা, অতিরিক্ত সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে যারা নির্বাচিত: ইকবাল আব্দুল্লাহ হারুন, সদস্য (সচিব), পরিকল্পনা কমিশন; মো. সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয় ও মো. ওমর ফারুক, রেক্টর (সচিব), বিসিএস প্রশাসন একাডেমি (পদাধিকার বলে); মো. আবদুল মালেক, মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন (পদাধিকার বলে); কে. এম. আলী নেওয়াজ, অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয় ও মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; মো. মনিরুত্থামান মিঞা, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগ।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status