ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

হাসিনার কথার কেন পুনরাবৃত্তি হবে, প্রশ্ন রিজভীর

স্টাফ রিপোর্টার
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার

শেখ হাসিনার কথার কেন পুনরাবৃত্তি হবে বলে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রশ্ন রাখেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, ভয় দেখান, ১/১১ এর পুরাবৃত্তি হবে। সবকিছু উপেক্ষা করে বছরের বছর বুক চিতিয়ে লড়াই ও আন্দোলন করেছি। কোন বিষয়ে কথা বলতে হবে-আর বলতে হবে না দেশের প্রাজ্ঞ রাজনীতিবিদদেরকে কি উপদেষ্টারা শেখাবে? আমাদের সকল আস্থা তো আপনাদের ওপর দেয়া হয়েছিল। কিন্তু আমাদের কথা হলো এত ঘড়িমসি কেন? কেন নির্বাচনের ডেটলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে? আগে উন্নয়ন-পরে গণতন্ত্র। আরে আমরা তো এই কথা শুনতে চাই না, আগে সংস্কার-পরে নির্বাচন। মানুষের ধারণা অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন করবে। কিন্তু অনন্তকাল ধরে তারা সংস্কার করবে, এটা হতে পারে না। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কেউ কেউ রাজনৈতিক দল করার কথা বলছেন, মানুষ তো প্রশ্ন তুলতেই পারে। বিভিন্ন ধরনের কথা যদি আসে তাহলে রাজনৈতিক দলগুলো তো মনে করতেই পারে যে, অন্তর্বর্তী সরকারের কোনো মাস্টার প্ল্যান রয়েছে। জনপ্রত্যাশা এই সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে উল্লেখ করে রিজভী বলেন, যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন। তখন মনে হয়, শেখ হাসিনার সেই বক্তব্যের প্রতিধ্বনি, আগে উন্নয়ন-পরে গণতন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। যে গণতন্ত্রের জন্য ১৬ বছর ধরে এদেশের মানুষ অপেক্ষা করেছে-লড়াই করেছে-রক্ত ঝরিয়েছে-নিজের জীবন উৎসর্গ করেছে। এই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন? এত গড়িমসি কেন? এটা আজকে জনগণের জিজ্ঞাসা, এটা কি অন্যায়? গণতন্ত্র মানে আলোচনা হবে জিজ্ঞাসা হবে। তিনি বলেন, শেখ হাসিনার ষড়যন্ত্রে আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে। আজকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি- আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক, সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status