বাংলারজমিন
সুনামগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান জেলহাজতে
সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ডিআইজি বাতেনের ভাতিজা আজিম মাহমুদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শহীদ আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি ও রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেনের আপন ভাতিজা। পরে ধর্মপাশা থানা থেকে তাকে মধ্যনগর থানায় হস্তান্তর করলে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ কোর্ট হাজতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা মামলার ঘটনায় তাকে আটক করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ দোসরদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে পুলিশ। ধর্মপাশায় গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।