ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেয়ার প্রচেষ্টা চলছে: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৫:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১১ পূর্বাহ্ন

mzamin

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমরী ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শুক্রবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে “আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ তোষণে নয় ইসলামের বিজয়েই দেশবাসির মুক্তি নিহিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও ‘২৪-এর গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জনমত গড়ার আহ্বানে’ আয়োজিত নগর সম্মেলন তিনি এ কথা জানান।

রেজাউল করিম বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা অর্থবহ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে। 

তিনি বলেন, অন্য ধর্ম ও মতে অশান্তি কমে না বরং বাড়ে, চুরি কমে না বরং বাড়ে, লুটপাট, রাহাজানি, দুর্নীতি কমে না বরং বাড়ে। আর ইসলাম এমন এক ধর্ম যেখানে দুর্নীতি, লুটপাট, চুরি, বাটপারির কোনো সুযোগ নেই। চাঁদাবাজ, দখলদারের কোনো আশ্রয় প্রশ্রয় ইসলামে নেই। 
চরমোনাই পীর বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছরেও আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। এই লম্বা সময় ধরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলো তাদের অনেকেই রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। দেশকে বিশ্বদরবারে বার বার চ্যাম্পিয়ন করার খেতাব অর্জন করেছে।

সম্মেলনে আগামী ২০২৫-২৬ জন্য মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমকে সভাপতি ও আলহাজ আবদুল আউয়াল মজুমদারকে সেক্রেটারি করে ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়।
দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলীন আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  মাওলানা দিলাওয়ার হোসাইন সাকী প্রমুখ বক্তব্যে রাখেন। 
 

পাঠকের মতামত

পিআর পদ্ধতির নির্বাচন বাই চান্স পাবলিকের জন্য প্রযোজ্য। যারা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চায় তারা নিজেদের সংরক্ষিত দল হিসেবে ঘোষণা করতে পারে। আর ইসলামের পক্ষে একক বাক্স বলে কিছু নাই, আমি একজন মুসলিম কিন্তু আমি ঐ একক বাক্সের ভোটার না। আপনার যে বিভাজ্য রেখা তৈরি করতে উদ্যোগী হয়েছেন তা আপনাদের জন্য উল্টো ফল বয়ে আনবে।

Parnel
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৮:৪৭ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status