ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রাবিতে বহিরাগত শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রাবি প্রতিনিধি

(২ সপ্তাহ আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১:১৩ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিমুল শিহাব নামে এক বহিরাগত শিক্ষার্থী মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি রাজশাহী নগরীর বুধপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে ও রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। জানা যায়, ওই যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। মেডিকেলে নিলে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তবে স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা বলেন, সে তার বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যায়। তখন প্রক্টরিয়াল বডির গাড়ি দেখে তারা সেখান থেকে মোটরসাইকেলে চলে যাওয়ার সময় একদল শিক্ষার্থী সন্দেহজনক মনে হলে তাদের পথরোধ করে আমার ছেলেকে ব্যাট দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত হলে রাজশাহী মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় মতিহার থানায় মামলা করার কথাও জানান তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ক্যাম্পাস থেকে রাত ১১টার দিকে একটি ছেলেকে হাসপাতালে আনা হয়েছিল। প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলা হলেও পরে মারামারি করে মৃত্যু হয়েছে বলে জানানো হয়। তাকে ‘ফিজিক্যাল অ্যাসল্টেড ব্রট ডেথ’ হিসেবে পেয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, রাত ১০টার দিয়ে আমি ঘটনা জানতে পারি। আমাদের সহকারী প্রক্টর টহল দিচ্ছিল। তখন তারা তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে ছিল। প্রক্টরের গাড়ি দেখে তারা বাইক নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। ওদিক রাস্তার কাজ চলায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিলে সেখান থেকে রামেকে নেয়া হয়। এখন জানতে পারলাম ছেলেটি মারা গেছে।

মতিহার থানার ওসি মো. আব্দুল মালেকে বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status