ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক

সংস্কার কমিশনের অনেক প্রস্তাব জটিলতা বাড়াবে

স্টাফ রিপোর্টার
২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের অনেক প্রস্তাব জটিলতা বাড়াবে বলে মনে করছে বিএনপি। দলটি বলছে, চারটি বিভাগকে চারটি প্রদেশ করার ভাবনা এবং সংস্কার কমিশনের অনেক প্রস্তাব অপ্রয়োজনীয়। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকেও অপ্রাসঙ্গিক মনে করছেন তারা। বলেন, ৫ই আগস্টের পর পরেই যদি এ ধরনের কোনো ঘোষণা আসতো তাহলে তখন এবিষয়ে একটা রাজনৈতিক মতৈক্য তৈরি হতে পারতো। সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে খুব শিগগিরই সংলাপের আশা করছে বিএনপি। স্থায়ী কমিটির নেতারা বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে দিয়েছে। এরপরও বিএনপি সরকার গঠিত সংস্কার কমিশনকে সহযোগিতা করতে চায়। এজন্য ছয়টি সংস্কার কমিটিও গঠন করেছে দলটি। কি কি সংস্কার করা যেতে পারে এব্যাপারে কমিশনের কাছে প্রস্তাব জমাও দিয়েছে তারা।

বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়। বলা হয়, ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে সর্বদলীয় বৈঠকে বিএনপি’র প্রতিনিধিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন। স্থায়ী কমিটির নেতারা বলেন, গণ-অভ্যুত্থানের সাড়ে পাঁচ মাস পরে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ এখন অপ্রাসঙ্গিক। যদি ৫ই আগস্টের পর পরই এধরনের কোনো ঘোষণা আসতো তখন হয়তো এবিষয়ে একটা রাজনৈতিক মতৈক্য তৈরি হতে পারতো।

এ ছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে চারটি বিভাগকে চারটি প্রদেশ করার প্রসঙ্গে বৈঠকে স্থায়ী কমিটির নেতারা বলেন, বাংলাদেশে এর কোনো বাস্তবতা নেই। এতে অঞ্চলভেদে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
 

পাঠকের মতামত

ব্যাপক সংস্কার প্রস্তাব মুলত জাতিকে বিভ্রান্ত করবে, বিভক্ত করবে। সংস্কার একটি চলমান নিয়মিত প্রক্রিয়া। আজকে যে সংস্কার কাজ করা সঠিক মনে হচ্ছে, ভবিষ্যতে তা ভুল প্রমাণ হতে পারে। তাছাড়া ব্যাপক সংস্কার প্রস্তাব গণতন্ত্রের মৌলিক উপাদান নির্বাচন এবং জাতীয় সংসদ কে দীর্ঘসময় অকার্যকর করতে পারে। বর্তমান সময়ে একটি রাজনৈতিক দল ও কতিপয় প্লাটফর্ম নির্বাচন কে বিলম্বিত করার নানা কৌশল অবলম্বন করছে, আর সহজ কৌশল হল সংস্কার। সুতরাং গণতন্ত্র, নির্বাচন ও জাতীয় সংসদ কার্যকর করতে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন।

Parnel
২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৯:৫৯ পূর্বাহ্ন

যদি হও সুজন - তেঁতুল পাতায় ন'জন.....

জনতার আদালত
২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৯:৫১ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status