অনলাইন
আগামী তিন দিন শীতের তীব্রতা বাড়তে পারে
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী তিনি দিন শীতের তীব্রতা বাড়তে পারে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাপমাত্রা তেমন কমেনি। কিন্তু ঘন কুয়াশা রয়েছে এবং সূর্যের দেখা যায়নি। এজন্য শীতের তীব্রতা বেড়েছে। আগামী তিন দিন শীতের তীব্রতা বাড়তে পারে।’
গত কয়েকদিন শীতের তেমন অনুভূতি ছিলো না। আজ সকাল থেকে শীতের তীব্রতা বাড়তে থাকে। সূর্যের দেখা মেলেনি। এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে দিন ও রাতে তাপমাত্রা বাড়তে পারে। এর ফলে সারাদেশে শীতের তীব্রতা কমতে থাকবে।’