খেলা
বড়দের পর নারী ক্রিকেটে জয় এনে দিলো ছোটরাও
স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারনারী ক্রিকেটে একদিনে দুই সুখবর। উইন্ডিজে জাতীয় নারী দলের বিপক্ষে জয়ের পর মালয়েশিয়ায় যুব বিশ্বকাপের ম্যাচে জিতেছে যুব দলের মেয়েরা। স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল বাঙ্গি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২১ রান তুলেছে বাংলাদেশ যুব দল। জবাবে স্কটল্যান্ড নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১০৩ রান করে। মাত্র ৫০ রানে ৫ উইকেট হারালেও অধিনায়ক সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমার দৃঢতায় ১২০ রান তোলে বাংলাদেশ। ১৯ বলে একটি করে ছক্কা ও চারে ২১ রান করা আফিয়াকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৩৮ রাানের জুটি গড়েন সুমাইয়া। পরে অপরপ্রান্তে উইকেট পড়লেও নিজে একপ্রান্ত আগলে রেখে ৩৬ বলে ২৮ রানে দলকে নিরাপদ সংগ্রহ এনে দেন। শুরুতে জুয়াইরিয়া ফেরদৌস ৩২ বলে ২০ রান করেন। রান তাড়ায় নেমে স্কটল্যান্ড স্পিনার জান্নাতুল আক্তার সোবার ২৫ রানে ৪ উইকেটে সহজ জয় পায় বাংলাদেশ। স্কটল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার পিপ্পা স্প্রাউল ৪১ বলে ৪৩ রান করেন। এ ছাড়া অধিনায়ক নিম মুইর ৩২ বলে ২২ রান করেন। ৬৮ রানে ২ উইকেট থাকা স্কটিশরা ৩৫ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায়। এই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে দুই জয়ে ৪ পয়েন্ট নিশ্চিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পর গ্রুপের দ্বিতীয় দল হয়ে সুপার সিক্সও নিশ্চিত হলো বাংলাদেশ যুব দলের।