ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

বড়দের পর নারী ক্রিকেটে জয় এনে দিলো ছোটরাও

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

নারী ক্রিকেটে একদিনে দুই সুখবর। উইন্ডিজে জাতীয় নারী দলের বিপক্ষে জয়ের পর মালয়েশিয়ায় যুব বিশ্বকাপের ম্যাচে জিতেছে যুব দলের মেয়েরা। স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল বাঙ্গি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২১ রান তুলেছে বাংলাদেশ যুব দল। জবাবে স্কটল্যান্ড নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১০৩ রান করে। মাত্র ৫০ রানে ৫ উইকেট হারালেও অধিনায়ক সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমার দৃঢতায় ১২০ রান তোলে বাংলাদেশ। ১৯ বলে একটি করে ছক্কা ও চারে ২১ রান করা আফিয়াকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৩৮ রাানের জুটি গড়েন সুমাইয়া। পরে অপরপ্রান্তে উইকেট পড়লেও নিজে একপ্রান্ত আগলে রেখে ৩৬ বলে ২৮ রানে দলকে নিরাপদ সংগ্রহ এনে দেন। শুরুতে জুয়াইরিয়া ফেরদৌস ৩২ বলে ২০ রান করেন। রান তাড়ায় নেমে স্কটল্যান্ড স্পিনার জান্নাতুল আক্তার সোবার ২৫ রানে ৪ উইকেটে সহজ জয় পায় বাংলাদেশ। স্কটল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার পিপ্পা স্প্রাউল ৪১ বলে ৪৩ রান করেন। এ ছাড়া অধিনায়ক নিম মুইর ৩২ বলে ২২ রান করেন। ৬৮ রানে ২ উইকেট থাকা স্কটিশরা ৩৫ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায়। এই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে দুই জয়ে ৪ পয়েন্ট নিশ্চিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পর গ্রুপের দ্বিতীয় দল হয়ে সুপার সিক্সও নিশ্চিত হলো বাংলাদেশ যুব দলের।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status