খেলা
বিসিবি’র জরুরি বোর্ড সভায় আলোচনা হতে পারে যেসব বিষয়ে
স্পোর্টস রিপোর্টার
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারবিসিবি’র গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা বাতিল ও কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ, বিপিএলএ খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা ও স্পট ফিক্সিং নিয়ে টালমাটাল দেশের ক্রিকেট। এসব সংকট থেকে উত্তরণে চলতি বছরে দ্বিতীয়বারের মতো বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবি পরিচালকরা। এর আগের বৈঠকটি অনলাইনে হলেও এবার স্ব-শরীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সভা। আগামী শনিবার মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত হবে বোর্ড সভা। যা শুরু হবে বিকাল ৫টায়। বোর্ড মিটিংয়ে শুরুর আলোচনা থাকবে ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে। সিসিডিএমের ৭৮টি ক্লাব বোর্ডের গঠনতন্ত্র সংশোধন নিয়ে আন্দোলন করছে। তারই ধারাবাহিকতায় এরইমধ্যে প্রথম বিভাগ লীগ বয়কট করেছে তারা। এ ছাড়া বিপিএলের বিষয় তো থাকছেই। ফ্র্যাঞ্চাইজিদের বেতন ইস্যু থেকে শুরু করে আরো নানাবিধ বিষয়ে বিপিএলে আছে জটিলতা। আলোচনা হতে পারে বিসিবি’র স্ট্যান্ডিং কমিটি নিয়েও, তবে এ নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এ ছাড়া ক্রিকেটাদের কেন্দ্রীয় চুক্তিও থাকতে পারে আলোচনায়। বিসিবি’র নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে এই সভাতে।