ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট

১০০ ইনোভেশন মাস্টারমাইন্ড নির্বাচিত

অর্থনৈতিক রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ৬:৩৫ অপরাহ্ন

mzamin

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৯ ন্যাশনাল কনফারেন্স রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয়েছে। ২১শে জানুয়ারি প্রতিযোগীদের মধ্যে ১০০ জনকে ভবিষ্যতের ইনোভেশন মাস্টারমাইন্ড হওয়ার জন্য ‘ইয়েস কার্ড’ দেয়া হয়। এছাড়া প্রতিযোগী চারটি জোন থেকে পাঁচজন করে শীর্ষ ২০ জন প্রতিযোগীকে পাঁচ হাজার টাকা করে মোট এক লাখ টাকার প্রাইজমানি দেয়া হয়। এর আগে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৯, প্রেজেন্টেড বাই সেন্ট্রো টেক্স লিমিটেড ও পাওয়ার্ড বাই ইউরো ডাই-সিটিসি গত বছরের ৯ই নভেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে যাত্রা শুরু করে।

ন্যাশনাল কনফারেন্সে প্রতিযোগিতার জন্য সারাদেশের ২৫টি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আড়াই হাজারের বেশি শিক্ষার্থী টিটিএইচ ক্যাম্পাস ড্রাইভ ও সেমিনারে অংশগ্রহণ করেছিলেন। পরে ভিডিও অডিশন, ইনোভেশন আইডিয়া অডিশন ও এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রতিযোগীদের মধ্যে থেকে ১০০ জনকে নির্বাচিত করা হয়।

টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের সিওও ইউসুফ আবু আবদুল্লাহ ‘উদ্ভাবনের প্রস্তুতি’ শীর্ষক একটি ট্রেইনিং সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সব অংশগ্রহণকারীকে সার্টিফিকেট দেওয়া হয়।

বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিএইচ জাজেস প্যানেলের চেয়ারম্যান ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপ-উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খান এবং সদস্য সচিব বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্বাস উদ্দিন (শিয়াক)।

নির্বাচিত এই ১০০ জন ভবিষ্যৎ ইনোভেশন মাস্টারমাইন্ডকে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে এবং প্রশিক্ষণ ও গ্রুমিং, আইডিয়া অডিশন, অ্যাপটিটিউড টেস্ট এবং নিবিড় তত্ত্বাবধানে গবেষণা বা উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের ইনোভেশন মাস্টারমাইন্ডে রূপান্তরিত করা হবে।

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের ৩০টিরও বেশি অংশীদার কারখানাকে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের তত্ত্বাবধানে প্রকল্পগুলো সম্পন্ন করার জন্য সম্পৃক্ত করবে। প্রকল্পগুলো টেক্সটাইল এবং পোশাক শিল্পে তাৎক্ষণিক ফলাফল প্রদান করবে। ইন্ডাস্ট্রি এক্সপার্ট, শিক্ষাবিদ এবং টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের নিজস্ব সমন্বয়কারীরা এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য কাজ করবেন।

সেরা ১০০ ইনোভেশন মাস্টারমাইন্ড ৩০ লাখ টাকা সমামানের প্রশিক্ষণ পাবেন এবং তারা অতিরিক্ত ১২ লাখ টাকা পর্যন্ত বৃত্তি পাবেন।

প্রতিযোগিতার পর গ্র্যান্ড ফিনালেতে গ্রুপ এবং ব্যক্তিগত উভয় বিভাগে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপদের মোট ছয় লাখ ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে দুটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ এবং ইনোভেশন পার্টনারস প্যানেল ডিসকাশন। বুটেক্সের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার এম এ কাশেম, বিইউএফটির উপ-উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খান, সাউথইস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. এ এন এম আহমেদ উল্লাহ, নর্দার্ন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক জি. এম. ফয়সাল, বিশিষ্ট শিল্প পরামর্শদাতা ইঞ্জিনিয়ার আসিফ মুহাম্মদ সামি, বুটেক্সের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন (শিয়াক) এবং আইটিইটি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ প্যানেলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন আলোচনায় অংশ নেন।

ইনোভেশন পার্টনারস প্যানেল আলোচনায় আইটিইটির যুগ্ম আহ্বায়ক ও মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান নাসিম সিআইপি, এপিএস গ্রুপের চেয়ারম্যান ড. হাসিব উদ্দিন, আউকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আবদুস সোবহান সিআইপি, মাসকো গ্রুপের নির্বাহী পরিচালক মাহবুব আলম মিল্টন, সাউথ ওয়েস্ট কম্পোজিট লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার শামীম রহমান, অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডের সিওও (অপারেশন) ইঞ্জিনিয়ার শফি উদ্দিন, সালমা গ্রুপের সিওও মো. আজহার আলী এবং ফকির ফ্যাশনের পরিচালক (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) সুলতান মাহবুবুল হক উপস্থিত ছিলেন।

ফ্যাক্টরি পার্টনার হিসেবে তারা টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৯-এর সব প্রতিযোগীকে নিজ নিজ প্রকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের প্রতিষ্ঠাতা ও সিইও তারেক আমিন প্যানেল আলোচনা সঞ্চালনা করেন।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status