ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম, আপত্তি ভারতের

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫, বুধবারmzamin

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম থাকায় তা নিয়ে আপত্তি জানিয়েছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওদিকে জার্সি থেকে নাম মুছে ফেলার খবরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অসন্তোষ প্রকাশ করেছে।   
ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব বহু পুরানো। যার প্রভাব রয়েছে খেলার মাঠেও। সর্বশেষ পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে অস্বীকৃতি জানায় ভারত। ভারতের আপত্তির কারণেই হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। এখন জার্সিতে পাকিস্তানের নাম থাকা, না থাকা নিয়ে শুরু হয়েছে আলোচনা। 
সাধারণত বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম থাকে। নিয়ম অনুযায়ী, কোনো কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে বা ভেন্যুতে সরে গেলেও আয়োজক দেশের নাম থাকে। জার্সিতে পাকিস্তানের নাম মুছে ফেলার বিষয়ে ভারতের বিপক্ষে ক্রিকেটে রাজনীতি মেশানোর অভিযোগও করেছে পিসিবি। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে পিসিবি’র এক কর্মকর্তা ভারতের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। খেলাটির জন্য এটি ভালো কিছু নয়। ওরা পাকিস্তান সফরে অস্বীকৃতি জানালো। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না।’  যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত ক্রিকেট বোর্ড। ভারতীয় গণমাধ্যম বলছে, চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রত্যেকটি দলের অধিনায়কগণ। উদ্বোধনী অনুষ্ঠানের অধিনায়কপর্বে উপস্থিত থাকবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর তিনি পাকিস্তানেও যাবেন। এর আগে ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত-পাকিস্তান ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কার নিরপেক্ষ ভেন্যুতে। এ ছাড়া ২০২১ সালেও ভারত আয়োজক দেশ হলেও খেলা হয়েছিল আরব আমিরাতে। সেবার ভারতের নাম জার্সিতে নিয়েই খেলেছিল পাকিস্তান। 
ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯শে ফেব্রুয়ারি। ফাইনালের ম্যাচ মাঠে গড়াবে ৯ই মার্চ।  হাইব্রিড মডেলের এবারের ম্যাচগুলো হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে। ২০শে ফেব্রুয়ারি বাংলাদেশের খেলা রয়েছে ভারতের বিপক্ষে। আগামী ২৪শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭শে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status