ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২২ জানুয়ারি ২০২৫, বুধবার

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত  সোমবার  রাতে নগরীর একটি অভিজাত হোটেলের সভাকক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির  সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এডভোকেট মো. আবুল ফজলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান মাহতাব মিয়া। সম্মানীত  অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলায় পদোন্নতিপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার মো. আব্দুল করিম দলা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে’র সভাপতি আব্দুল হালিম চৌধুরী,  গ্রেটার লন্ডন  নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফান্ডরাইজিং অ্যান্ড রিলিফ সেক্রেটারি শেখ মুস্তফা কামাল, যুক্তরাজ্য প্রবাসী আনসার চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারা, পানসী গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিতু। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী,  মদন মোহন সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রজত কান্তি ভট্টাচার্য, এডভোকেট জ্যোৎস্না ইসলাম, ব্যাংক কর্মকর্তা অলিউর রহমান নাহিদ, বিআরটি’র কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বয়েতউল্লাহ,  মাহমুদ হাসান, এ আর চৌধুরী সেলিম, তরুণ ব্যবসায়ী জাকারিয়া আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু বকর সিদ্দিকী। উল্লেখ্য,  আগামী ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার সাদাপাথর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন। কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সমিতির নির্বাচনের সিদ্ধান্ত  সভায় গৃহীত হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status