বাংলারজমিন
পাকুন্দিয়ায় দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে বৃদ্ধ খুন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, বুধবারপাকুন্দিয়ায় দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে ছুরিকাঘাতে আলম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া চরটেকী গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের গোলাম হোসেনের দুই ছেলে সোহরাব উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে গাছ নিয়ে বিরোধ চলছে। এর জেরে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিরোধ মিটাতে শালিস বসে। এ সময় সেখানে উপস্থিত হন নিজাম উদ্দিনের মেয়ের শ্বশুর পাশের বাড়ির আলম মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি নিয়ে আলম মিয়াকে ছুরিকাঘাত করেন সোহরাব উদ্দিন। এতে গুরুতর জখমপ্রাপ্ত হন আলম মিয়া। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলম মিয়াকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।