বাংলারজমিন
সিলেট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারসিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার ২ নম্বর বার হলে অনুষ্ঠিত সভায় সমিতির আট শতাধিক বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক- এডভোকেট সালেহ আহমদ হীরা ও যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মাছুম আহমেদ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অর্থ বছরের নিরীক্ষক এডভোকেট কয়ছর আহমদ, এডভোকেট দেবতোষ দেব ও এডভোকেট মোহাম্মদ ফরহাদ হোসেন খান কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন কমিটি’র আহ্বায়ক এডভোকেট কয়ছর আহমদ এডভোকেট সভায় উপস্থাপন করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মতৎপরতার ভিত্তিতে ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। সভা কর্তৃক বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয় এবং নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়। নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণাপূর্বক তার লিখিত প্রতিবেদন সভায় পাঠ করেন। প্রধান নির্বাচন কমিশনার সভায় উপস্থিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আব্দাল এডভোকেট, সহ-সভাপতি-১ জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), সহ-সভাপতি-২ মোহাম্মদ মখলিছুর রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদ মো. জোবায়ের বখ্ত জুবের, যুগ্ম সম্পাদক-১ মো. অহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক-২ মো. রব নেওয়াজ রানা, সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সমাজ বিষয়ক সম্পাদক সৈয়দ রাব্বী হাসান তারেক, লাইব্রেরি সম্পাদক হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল হেলাল ও মো. কাওছার জুবায়ের, সহ-সম্পাদক এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, সাহেদ আহমদ ও কাওছার আহমদ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন মো. গিয়াস উদ্দিন, এ.এস.এম. আব্দুল গফুর, এ.কে.এম. ফখরুল ইসলাম, মো. জামিলুল হক জামিল, আব্দুল মালিক, কল্যাণ চৌধুরী, আশিক উদ্দিন (আশুক), জুবের আহমদ খান, আবু মো. আসাদ, মো. আলীম উদ্দিন ও মো. ছয়ফুল হোসেনকে সভার সম্মুখে পরিচয় করিয়ে দেন।