ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারmzamin

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও জেলা শাখার সার্বিক সহযোগিতা এবং বাস্তবায়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল  বিকালে মৌলভীবাজার সদর উপজেলার স্থানীয় একাটুনা বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহীন, সহ-সভাপতি এডভোকেট সালমা সুলতানা সুমা, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মোক্তাদির রাজু, সদস্য সচিব আহমেদ আহাদ, সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা আহ্বায়ক মুশফিক আহমেদ, সুনামগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সিলেট মহানগর সদস্য সচিব আফসর খান, হবিগঞ্জ জেলা সদস্য সচিব আল ইমরান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, আব্দুল হান্নান, আমিরুল ইসলাম সাহেদ, মামুনুর রশিদ, নুরুল ইসলাম, দেলোয়ার আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক বেলাল আহমেদ, জুড়ী উপজেলা আহ্বায়ক দিবাকর দাস, বড়লেখা উপজেলা সদস্য সচিব আব্দুল মালিক প্রমুখ। অনুষ্ঠানে সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status